• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুদিনেই কাঁপছে বক্স অফিস! বলিউডের ছবিকে হারিয়ে এত কোটি তুলল ২৬/১১ এর কাহিনী ‘মেজর’

বলিউডকে (Bollywood) বিগত কয়েকমাস ধরে কড়া টক্কর দিচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি (South Film Industry)। সম্প্রতি শুক্রবার একটা দুটো নয় একসাথে ৩টি ছবি রিলিজ করেছে। এই তিনটি ছবি হল অক্ষয় কুমারের পৃথ্বীরাজ, কমল হাসানের ভিক্রান্ত ও আদিবী শেশের (Adivi Seshe) মেজর (Major)। তবে ইতিমধ্যেই বাকিদের টেক্কা দিয়ে চর্চায় উঠে এসেছে মেজর ছবিটি। কারণ ছবিতে ২৬/১১ এর মুম্বাইয়ের ঘটনাকে তুলে ধরা হয়েছে। সেই ঘটনা যা কোনো এক সকালে স্তব্ধ করে দিয়েছিলো গোটা দেশকে।

২৬/১১ এর সেই মুম্বাই সন্ত্রাসী হামলায় মেজর সন্দীপ উন্নীকৃষ্ণনের (Sandip Unnakrishnan) সাহসিকতা ও নির্ভীকতার স্মৃতি আজও সকলের মনে দগদগে হয়ে রয়েছে। সেই সাহসিকতাকেই এবার রুপোলি পর্দায় নিখুঁত ফুটিয়ে তুলেছেন অভিনেতা আদিবী সেশ (Adivi Sesh)। ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য অভিনেতাকে ব্ল্যাক ক্যাট পদক দেওয়া হয়েছে যেটা তাঁর কাছে অস্কারের থেকেও বেশি মূল্যবান বলে জানিয়েছেন আদিবী।

   

Major Adivi Sesh got black belt from comando

যেমনটা জানা যাচ্ছে বক্স অফিস কালেকশনের দিক থেকেও অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’ ছবিকে কড়া চ্যালেঞ্জ দিচ্ছে ‘মেজর’। প্রথম দিনেই ১৩.৪ কোটি টাকা তুলেছিল মেজর যেখানে পৃথ্বীরাজ মাত্র ১০.৭ কোটি টাকা তুলতে সক্ষম হয়েছিল। অন্যদিকে দ্বিতীয়দিন অর্থাৎ শনিবার ১২.৫ কোটি টাকা তুলেছে ছবিটি। অর্থাৎ দুদিনেই ২৫ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি।

আশা করা হচ্ছে শীঘ্রই ১০০ কোটি ছুঁয়ে ফেলবে মেজর ছবিটি। কারণ আজ রবিবার ছুটির দিনে ভালো ব্যবসা করতে পারে ছবিটি। এছাড়াও প্রথম সপ্তাহে যদি পারফর্মেন্স ভালো থাকে তাহলে দ্বিতীয় সপ্তাহের আগেই ১০০ কোটি হয়ে যেতে পারে ছবির বক্স অফিস কালেকশন। তবে পৃথ্বীরাজ খুব একটা পিছিয়ে নেই, দুদিনে অক্ষয়ের ছবির মোট কালেকশন ২৩.৪৫ কোটি।

প্রসঙ্গত, মুম্বাইতে ন্যাশনাল সিকিউরিটি গার্ডদের স্পেশাল স্ক্রিনিংয়ের মাধ্যমে দেখানো হয়েছিল মেজর ছবিটি। সেখানে এই ছবিটি দেখতে ৩১২ জন কমান্ডো পরিবার উপস্থিত হয়েছিলেন। তাদের সামনে সম্পূর্ণ ছবিটি দেখানো হয়। আর উপস্থিত সকলেই স্তব্ধ হয়ে শুধু দেখছিলেন। ছবির শেষে কারুর মুখে ছিল না কোনো কথা। যেন ছবিটি তাদের বাকরুদ্ধ করে দিয়েছে। এরপরেই অভিনেতাকে তাদের দফতরে আসতে বলা হয় ও পরে ব্ল্যাক ক্যাট মেডেল প্রদান করা হয়।