• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগে আলু দিয়ে রূপচর্চা করে ফিরিয়ে আনুন আপনার ত্বকের জেল্লা

পুজো আসন্ন এখন শেষ বেলার প্রস্তুতি সারাবছর না করলেও অন্তত পুজোর সময় মেয়েরা একটু সুন্দর হয়ে উঠতে চায়। আলু ন্যাচারাল ব্লিচ হিসেবে পরিচিত। ঘরোয়া উপায়ে আলু দিয়ে রূপচর্চা করেই ফিরিয়ে আনুন আপনার ত্বকের জেল্লা।

১.চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে হলে আলু কেটে সেখানে লাগিয়ে রাখুন।

   

২.চোখের ফোলা ভাব দূর করতে হলে আলু চাকতি করে কেটে চোখের ওপর দিয়ে রাখুন।

৩. লেবু রস ও আলু ছেঁচে তার রস মিশিয়ে মুখের লাগান, কালো দাগ দূর হয়ে যাবে।

৪.আলুর রস পুরো মুখে লাগান, ব্রন নিরাময়ে ভালো কাজ দেবে।

৫. মাঝারি সাইজের আস্ত একটি আলু ছেঁচে তাতে একটি লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো সুস্থতা ফিরে পাবে।

৬. একটি আলু ও একটি শসা একসঙ্গে ব্লেন্ড করে নিন। এতে এক টেবিল চামচ বেকিং সোডা ও এক টেবিল চামচ জল মেশান। এটি একটি দারুণ ক্লিনজার হিসেবে কাজ করবে।