• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধূলোকণায় পেয়েছেন ‘চরিত্রহীন’-এর তকমা! শেষদিনে আবেগপ্রবণ পর্দার লালন অভিনেতা ইন্দ্রাশীষ

দেখতে দেখতে এক বছর ৫ মাসের মাথায় শেষ হল লীলা গাঙ্গুলীর লেখা জনপ্রিয় মেগা সিরিয়াল ধুলোকানা (Dhulokona)-র সফর। রবিবার ১১ ডিসেম্বর রাত আটটায় টিভির পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হয়েছে এই সিরিয়াল। শুরু থেকেই দর্শকদের কাছে দারুন জনপ্রিয় এই ধারাবাহিকের  নায়ক নায়িকা লালন (Lalon) -ফুলঝুরি (Phuljhuri)।

তাই ভালোবেসে কেউ তাদের নাম দিয়েছিলেন ‘লালঝুরি’ আবার কেউ ডাকতেন ‘লালফুল’ নামে।  শুরু থেকে এই পর্যন্ত এতদিন সিরিয়ালের সমস্ত কলাকুশলীরা যেমন দর্শকদের প্রশংসা পেয়েছেন তেমনি নানাভাবে নেটিজেনদের সমালোচনার মুখেও পড়েছেন এই সিরিয়ালের নায়ক নায়িকা লালন ফুলঝুরি  দুজনেই। ধারাবাহিকে নায়িকা ফুলঝুরি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী মানালি দে। অন্যদিকে তার বিপরীতে নায়ক লালনের চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা ইন্দ্রাশীষ রায়কে (Indrashish Roy)।

   

Dhulokona, Lalon, Fuljhuri,

এছাড়াও ধারাবাহিকে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, বাদশা মৈত্র, শংকর চক্রবর্তী, ময়না বন্দ্যোপাধ্যায়,শ্বেতা মিশ্র,দেবত্তম মজুমদার, প্রীতি বিশ্বাস, অনিন্দিতা রায়চৌধুরী, তথাগত মুখোপাধ্যায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়, ঈপ্সিতা মুখার্জির মতো এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। গত বছরের জুলাই মাসে যখন এই সিরিয়াল শুরু হয়েছিল তখন বাড়ির কাজের লোক ফুলঝুরির সাথে গাড়ির ড্রাইভার লালনের মাঝেমধ্যেই লেগে থাকত খুঁটিনাটি ঝগড়া।

Lalon, Fuljhuri

তারপর সেই ঝগড়াই কবে যেন বদলে যায় ভালো লাগা থেকে ভালোবাসায়। তারপর চড়ুইয়ের ষড়যন্ত্র থেকে শুরু করে নানান চড়াই-উতরাই সবকিছু উপেক্ষা করে এক হয়েছিল লালন-ফুলঝুরি। তবে প্রথমদিকে দর্শকরা ফুলঝুরির মহান হওয়ার ন্যাকামি নিয়ে সরব হলেও পরবর্তীতে তিতিরের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়া লালনের বিরুদ্ধে উপর প্রচন্ড রেগে গিয়েছিলেন দর্শকরা। অনেকেই বলতে শুরু করেছিলেন লালন নয় ফুলঝুরির সাথে অঙ্কুরের মিল হলেই সবচেয়ে ভালো হতো।

Lalon Fuljhuri happy ending

কিন্তু শেষমেষ যা হওয়ার তাই হল! লালন ফুলঝুরির মিল দেখিয়েই ইতি পড়েছে ধুলোকণায়। রবিবার টিভির পর্দায় ধুলোকণার শেষ সম্প্রচার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় টিম ধুলোকণার সাথে একটি ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিনেতা ইন্দ্রাশীষ। তিনি লিখেছেন ‘দারুন মজার সফর ছিল।  কিন্তু ভীষণ ভালো, স্মরণীয় ছিল। আমরা পাগলের মতো সফরের  সঙ্গী থেকেছি। শেষে দর্শকদের উদ্দেশ্যে পর্দার লালনের বার্তা ‘আপনারা যত না বেশি এই টিমটাকে মিস করবেন তার থেকে অনেক বেশি এই  টিমটা আপনাদের মিস করবে’।

ধুলোকানা,Dhulokona,লালন,Lalon,ফুলঝুরি,Phuljhuri,ইন্দ্রাশীষ রায়,Indrashish Roy,আবেগপ্রবণ বার্তা,Imotional Post,সোশ্যাল মিডিয়া,Social Media

অভিনেতার এই পোস্টের কমেন্ট সেকশনে উপচে পড়েছে অসংখ্য অনুরাগীদের আবেগ গ্রহণ বার্তা। কমেন্ট করেছেন টেলি পাড়ার পরিচিত অভিনেতা অভিনেত্রীরা। লালকুঠির বিক্রম তথা অভিনেতা রাহুল অরুণোদয়  বন্দোপাধ্যায় লিখেছেন ‘দারুণভাবে কিছু শেষ হওয়ার থেকে ভালো কিছু হয় না। এই দল সবটা পেয়ে গিয়েছে’। অন্যদিকে ধুলোকণার একটু একটু মাস্টার মশাই অর্থাৎ দেবত্তম মজুমদার লিখেছেন ‘তোমাদের সবাইকে ভালোবাসি’।