• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘যত গসিপ ততই TRP’ ইন্ডিয়ান আইডল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন কুমার শানু

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো এর মধ্যে অন্যতম একটি হল ইন্ডিয়ান আইডল (Indian Idol)। বিগত বেশ কিছুদিন ধরেই ইন্ডিয়ান আইডল ১২ বেশ চর্চায় চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে। শোএর বিচারক থেকে নানা গায়কেরাও নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন ইতিমধ্যেই শোএর সম্পর্কে। এবার গায়ক কুমার শানু (kumar shanu) ফের বিস্ফোরক মন্তব্য করলেন ইন্ডিয়ান আইডল সম্পর্কে।

কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি দেবার পর্ব থেকে শুরু করে বিতর্ক থামবার নাম নেই। একে একে একাধিক ব্যক্তিরা মন্তব্য করেছেন এই বিষয়ে। কখনো বিচারকেরা তো কখনো অতিথি বিচারকেরা তো কখনো ইন্ডাস্ট্রির বাকি গায়ক গায়িকারা। অনেকের মন্তব্যই রীতিমত চাঞ্চল্যকরে কিছু তথ্য দিয়েছে। এর ফলে আদতে ক্ষতি তো হয়নি বরং লাভই হয়েছে বেশ কিছুটা।

   

Kumar Shanu Aditya Narayan

এবার এক সংবাদ মাধ্যমের তরফে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘একটা ব্যাপার বুঝতে হবে। যত তর্ক বিতর্ক হবে ততই শো এর টিআরপি বাড়বে। এটা কোনো ব্যাটারি নয়!’ অর্থাৎ কুমার শানুর মতে টেলিভিশন রিয়্যালিটি শোগুলিতে এমন বিতর্কের সৃষ্টি হওয়া কোনো ব্যাপারই নয় বরং ইটা আদতে তাদের টিআরপি বাড়াতে সাহায্য করে।

Kumar Shanu

তবে এই মন্তব্যের পাশাপাশি কুমার শানু আরো কিছু কথা বলেছেন। তাঁর মতে, এই ধরণের রিয়্যালিটি শো গুলির মধ্যে দিয়ে আমরা প্রতিভাবান ছেলেমেয়েদের জনমানুষের সামনে তুলে ধরি। এর ফলে তারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হবার সুযোগ পায়। তাছাড়া শো শেষ হবার পরে আর্থিক উপার্জনের দিক থেকে স্বনির্ভর হতে পারে। কিছু প্রতিযোগীরা তো ইন্ডাস্ট্রিতে ছবিতে গান গাওয়ার সুযোগ পর্যন্ত পেয়ে যায়।

তবে আরো একটা কথা তিনি বলেছেন বেশ খানিকটা আক্ষেপের সুরে। গায়কের মতে আগেকার দিনের ইন্ডাস্ট্রি আর এখনকার দিনের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। আগে গায়কেরা নিজেদের ইচ্ছামত গান গাইতে পারত। কিন্তু এখন সেটা আর হয়না  বললেই চলে। পরিচালকদের কিছু বিশেষ অঙ্গিভঙ্গির প্রয়োজন হয় গানের মধ্যে। তাই তাদের কথা মত কাজ করতে হয়।