• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রতিভার কোনো দাম নেই টলিউডে! প্রযোজক ধরে আনলেই অভিনেত্রী হওয়া যায়, মন্তব্য কনীনিকার

বলিউড থেকে টলিউড অভিনয়ের জগৎ চিরকালই বেশ আকর্ষণীয় সাধারণ মানুষের কাছে। তবে এই অভিনয়ের জগৎ নিয়ে মাঝে মধ্যেই নানা অভিযোগ শোনা যায় শিল্পীদের তরফ থেকে। বলিউড থেকে টলিউড সর্বত্রই কম বেশি স্বজনপোষণ থেকে শুরু করে, কাস্টিং কাউচের মত নোংরা অভিযোগ উঠতে দেখা গিয়েছে। তবে এবার টলিউড ইন্ডাস্ট্রির অন্দরের কথা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)।

কিছুদিন আগেই টলিউডের ক্ষমতাশীল কিছু পরিচালকদের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিনেত্রী। এবার আবারও টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য শোনা গেল তাঁর মুখে। বিগত ৮ই মার্চ ছিল নারী দিবস (International Women’s Day), সেই উপলক্ষেই এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কনীনিকা। যেখানে নিজের বক্তব্য রেখেছেন অভিনেত্রী।

   

Koneenica Banerjee কনীনিকা বন্দ্যোপাধ্যায়

কনীনিকার মতে, শুধুমাত্র বাংলা সিরিয়ালই এমন যেখানে নারী কেন্দ্রিক গল্প দেখানো হয়। অবশ্য  বেশিরভাগ সময়েই গল্পে একজন নারীর সাথে ওপর এক নারীই শত্রুতা করে। তিনি জানান, আসলে সিরিয়ালের গল্পে যত সহজে মহিলারা সুযোগ পায় বড় পর্দায় কিন্তু তেমনটা নয়। সেখানে মহিলাদের জায়গাই নেই! যদিও বলিউডের কাহিনী অন্য তবে টলিউডের আবার আলাদাই কাহিনী রয়েছে।

Aay Tobe Sohochori Actress Koneenica Banerjee

অভিনেত্রীকে দীর্ঘদিন ধরেই বড়পর্দায় সেভাবে দেখা যায়নি। তবে বর্তমানে ষ্টার জলসার ‘আয় তবে সহচরী’ সিরিয়ালে অভিনয় করছেন তিনি। কেন বড়পর্দায় দেখা মেলেনা অভিনেত্রীর? এর জবাবে তিনি জানান, টলিউডে যে সমস্ত অভিনেত্রীরা বাইরে থেকে প্রযোজক ধরে নিয়ে আস্তে পারে, তারাই ছবিতে চান্স পায়। নাহলে যতই প্রতিভাবান হও না কেন সেই পার্শ্ব চরিত্রেই থেকে যেতে হবে। আর অভিনেত্রী নিজেও স্বীকার করেছেন যে তিনি প্রযোজক ধরে আনতে পারেন না।

বড়পর্দায় সুযোগ না পাওয়ার জন্য কোনো আফসোস বা ক্ষোভ কিন্তু নেই অভিনেত্রীর মনে। বরং তিনি জানান, অভিনেত্রীদের বিয়ে হয়ে গেলে বা সন্তান হবার পর তাঁরা নাকি আর নায়িকা হওয়ার যোগ্য থাকে না। এই ধারণাটার পরিবর্তন প্রয়োজন। এছাড়া এদিন সিরিয়ালের ট্র্যাক প্রসঙ্গেও কথা ওঠে। যেখানে দর্শকদের বিরুদ্ধে একপ্রকার ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ আমেরিকায় লুকিয়ে প্রেম করতে গিয়ে ধরা পড়ে গেল পবনদীপ-অরুণিতা, ভাইরাল ছবি