• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইচ্ছা ছিল ছেলেমেয়ের সাথে পারফর্ম করা, বাবার KK’র স্বপ্ন এভাবে পূর্ণ করল সন্তানরা, রইল ভিডিও

দেখতে দেখতে দু’মাস হয়ে গেল। গত মে মাসে প্রয়াত হয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে (KK)। তবে নিজের গানের মাধ্যমে এখনও কোটি কোটি শ্রোতার হৃদয়ে বেঁচে রয়েছেন তিনি। তবে সুরের জগত কিন্তু এখনও তাঁর মৃত্যু মেনে নিতে পারেনি।

এসবের মাঝেই ওনার দুই সন্তান তাঁর আইকনিক ‘ইয়ারো দোস্তি বড়ি হি হসীন হ্যায়’ (Yaaron Dosti song) গানটি রিক্রিয়েট করেছে। তবে শুধুমাত্র নকুল (Nakul Krishna) এবং তামারাই (Taamara) নন। তাঁদের সঙ্গে গলা মিলিয়েছেন বলিউডের বেশ কয়েকজন নামী গায়কা-গায়িকা। সেই তালিকায় নাম রয়েছে শান, পাপন, ধ্বনি ভানুশালি, বেনি দয়াল এবং লেসলি লুইসের।

   

SInger KK aka Krishnakumar Kunnath

কেকের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই তৈরি করা হয়েছে এই গানটি। নাম দেওয়া হয়েছে, ট্রিবিউট ভার্সান। কেকের গাওয়া ‘ইয়ারো’ গানটি রাতারাতি বন্ধুত্বের অ্যান্থেম পরিণত হয়েছিল। সেই কারণে ‘ফ্রেন্ডশিপ ডে’র বিশেষ দিনেই এই ট্রিবিউট ভার্সানটি রিলিজ করা হয়েছে।

নকুল, তামারা এবং বলিউডের নামী গায়ক-গায়িকাদের গাওয়া এই গানের ভিডিও কেকের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরা সবাই আপনাদের জন্য ইয়ারোর এই রিক্রিয়েটেড ভার্সান আনার জন্য খুব এক্সাইটেড। কেকে সর্বদা নিজের সন্তানদের সঙ্গে রেকর্ড এবং পারফর্ম করতে চাইতেন। আর আমরা এইভাবে ওনার ইচ্ছা পূরণ করছি’।

KK’s children Nakul and Taamara recreates Yaaron song, watch video

কেকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, বলিপাড়ার জনপ্রিয় গায়ক আসল ‘ইয়ারো’ গানটি গাইছেন। এরপর ওনার দুই সন্তান নকুল এবং তামারাকে গাইতে দেখা যায়। সবশেষে সুর মেলান বলিপাড়ার বাকি গায়ক-গায়িকারা।

 

View this post on Instagram

 

A post shared by KK (@kk_live_now)

বলিউডের নামী গায়ক কেকে শুধুমাত্র হিন্দিই নন, বরং তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম, মারাথি-সহ বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন। ১৯৯৯ সামে মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘পল’এর সঙ্গে তাঁর সাফল্য পাওয়া শুরু। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। চলতি বছর ৩১ মে কলকাতায় একটি কলেজের ফেস্টে পারফর্ম করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন কেকে। মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল ৫৩।