• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এত মেক আপ করে কে চিতায় ওঠে! নেটিজেনদের ট্রোলের মুখে ‘খেলনা বাড়ি’র মিতুল

সিরিয়াল আর বিনোদন মানেই একে অপরের পরিপূরক। অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখেই সময় কাটান যে কোনো সিরিয়ালপ্রেমী দর্শক। তাই তাদের কাছে রোজকার বিনোদনের অঙ্গ মানেই মেগা সিরিয়াল। এই মুহূর্তে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। ছকভাঙা এই সিরিয়ালের গল্প অল্প দিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের।

এই সিরিয়ালের ডাকাবুকো নায়িকা মিতুল (Mitul) গ্রামের মেয়ে হলেও স্বভাবে আর পাঁচটা মেয়ের থেকে সে একেবারেই আলাদা। ধারাবাহিকে নায়িকা মিতুলের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। মিতুলের চরিত্রে তাঁর সাবলীল অভিনয় অল্প দিনেই ছাপ ফেলেছে দর্শকমহলে। বলতে গেলে এখন থেকেই মিতুল দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছে।

   

Khelna Bari serial new promo comes out

শুধু তাই নয় ইতিমধ্যেই দর্শকমহলে এক নতুন পরিচয়ও তৈরী হয়েছে তাঁর। সিরিয়ালের একটি পর্বে খলনায়ক  অনির্বাণকে বেল্ট দিয়ে বেদম পিটিয়ে বাংলা সিরিয়ালের লেডি রঞ্জিত মল্লিক হয়ে উঠেছে মিতুল। প্রসঙ্গত খেলনা বাড়ি ধারাবাহিকে মিতুলের বিপরীতে তাঁর স্বামী ইন্দ্র (Indra)-র চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)।

Khelna bari new promo comes out

এই সিরিয়ালে বিগত কয়েকদিন ধরেই চলছে টানটান পর্ব। গুলি লাগার পর হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মিতুলের গায়ে ইনজেকশন ফুটিয়ে তাকে ডিপ কোমায় পাঠিয়ে দিয়েছে রণো। যার মাস্টারমাইন্ড অনুরাধা। ওই ইনজেকশনের ফলে শরীরে প্রাণ থাকলেও সারাজীবনের জন্য কোমায় চলে গিয়েছে মিতুল। এমনকি হাসপাতাল থেকেও তাকে ডেথ সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছিল।

খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,ইন্দ্র,Indra,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,নেটিজেন,Netizen

এমনকি চিতায় পর্যন্ত তোলা হয়েছিল তাকে। বাকি ছিল মুখাগ্নি করা। কিন্তু শেষ পর্যন্ত মিতুলের ভোলেবাবা আর মা কালির আশীর্বাদে চমৎকার ঘটে। চিতা থেকেই ঝুলে পরে মিতুলের হাত। আর তাতেই পেশায় ডাক্তার কলির সন্দেহ দানা বাঁধে। তাই সবাইকে থামিয়ে কলি দৌড়ে গিয়ে আগে মিতুলের পায়ের পাতা চেপে ধরে। তাতেই সে বুঝতে পারে মিতুলের শরীরে প্রাণ রয়েছে এখনও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই পর্বের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে হঠাৎ করে চিতা থেকে মরা মানুষের বেঁচে ওঠার আজগুবি ঘটনা দেখে শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং। কেউ লিখেছেন ‘গল্পের গরু গাছে উঠে গিয়েছে’। তো কেউ আবার মেক আপ করে মিতুলের চিতায় ওঠার বিষয়টিকে ট্রোল করে লিখেছেন ‘এত মেকাপ করে চিকনচাকন হয়ে কে চিতায় উঠে ভাই?’