• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুরোপুরি কোনঠাসা বলিউড! প্রথম দিনেই বাজিমাৎ কেজিএফ ২ -এর, প্রথম দিনেই বক্স অফিসে রেকর্ড আয়

নাহ দক্ষিণী সিনেমার দাপটে কার্যত নাজেহাল বলিউড। পর পর সাউথের ছবি বক্স অফিসে কার্যত সুনামি তুলছে। সম্প্রতি মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত কেজিএফ ছবির দ্বিতীয় পর্ব কেজিএফ চ্যাপ্টার ২ (KGF Chapter 2)। ছবিতে সুপারস্টার যশকে (Yash) দেখা গিয়েছে মূল নায়কের চরিত্রে। সাথে খল নায়কের চরিত্রে ছিলেন সঞ্জয় দত্ত। সোনার খনির জন্য অসহায় সাধারণ মানুষের ওপর হওয়া অত্যাচার নিয়ে তৈরী ছবির কাহিনী।

২০১৮ সালে প্রথম চ্যাপ্টার মুক্তি পাওয়ার পর থেকেই মানুষের মধ্যে উত্তেজনা ছিল বাঁধ ভাঙা। প্রথম পার্ট দেখবার পর থেকেই সকলে এর সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আরআরআর (RRR)। এই ছবিটি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। শুধু ভারতেই নয় গোটা বিশ্বে রমরমিয়ে ব্যবসা করেছে ছবিটি। ইতিমধ্যেই ১০০০ কোটি টাকা তুলে ফেলেছে ছবিটি। ছবির জেরে জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে জুনিয়ার এনটিআর ও রাম চরণের।

   

K.G.F Chapter 2 Box Office,K.G.F Chapter 2 record,K.G.F Chapter 2 box office 1st day,কেজিএফ প্রথম দিনের সংগ্রহ,Yash,Sanjay Dutt,K.G.F Chapter 2,Prashant Neel,Hombale films,সঞ্জয় দত্ত,ইয়াশ

এবার এই সব রেকর্ড ভাঙতে হাজির কেজিএফ চ্যাপ্টার ২ (KGF chapter 2)। বলাই বাহুল্য, প্রথম দিনেই কেজিএফ ২ ঝড় তুলেছে বক্স অফিসে৷ মুক্তির পরের দিন এই ছবির নির্মাতারা জানান যে মুক্তির দিনেই ছবিটি আয় করেছে ১৩৪.৫ কোটি টাকা। কর্ণাটকের কোনো ছবি আগে জাতীয় স্তরে এমন কামাল করেনি। মোট পাঁচটি ভাষায় মুক্তি পায় কে জি এফ চ্যাপ্টার ২- তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম, কন্নড়। ছবিটি মোট ১০০০০ স্ক্রীনে আসার কথা ছিল। যার মধ্যে ৪০০০ স্ক্রীন শুধুমাত্র হিন্দি ভার্সনের জন্য। বাদবাকি ৬০০০ স্ক্রীনে অন্যান্য ভাষা।

KGF 2 Breaks Bahubali Record

অগ্রিম বুকিং এর দিক দিয়েও এক অনন্য উদাহরণ তৈরি করেছে ইয়াশ অভিনীত কে.জি.এফ চ্যাপ্টার ২। সারা দেশে এই ছবির অগ্রিম বুকিং ছিল ২৬.৫০ কোটি টাকা। প্রথমদিনে হিন্দি ভার্সনের আয় ৫৩.৯৫ কোটি টাকা। ফিল্ম ক্রিটিক তারান আদর্শ এই তথ্য দিয়েছেন।

তামিলনাড়ুতে কে.জি.এফ চ্যাপ্টার ২ এর প্রতিদ্বন্দ্বী ছিল ১৩ই এপ্রিল মুক্তিপ্রাপ্ত সুপারস্টার বিজয় এর বিস্ট। কিন্তু কে.জি.এফ চ্যাপ্টার ২ মুক্তির পর বিজয়ের সিনেমার টিকিট বিক্রিতে দ্রুত হ্রাস দেখা দিয়েছে। তামিলনাড়ুতে ১৫ই এপ্রিল কে.জি.এফ চ্যাপ্টার ২ এর প্রায় সমস্ত সিনেমা হল হাউসফুল। এস এস রাজামৌলির পর এই মুহূর্তে প্রশান্ত নীল একমাত্র পরিচালক যার ছবি এমন ব্যবসা করলো।