• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘প্যান্টে হিরো লিখে ঘুরতে হয়’, টলিউডের নোংরামো নিয়ে চাঁচাছোলা মন্তব্য জয়জিৎ বানের্জীর

বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ হলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee)। দেখতে দেখতে টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ায় অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছেন অভিনেতা। তবে সাফল্য একদিনে আসেনি তার কাছে। আর পাঁচ জন অভিনেতার মতোই শুরুর দিন থেকেই রীতোমতো স্ট্রাগল আজকের এই জায়গায় পৌঁছেছেন অভিনেতা।

তবে এখনও অবধি নিজস্ব কোনো ভ্যানিটি ভ্যান নেই তার। অভিনেতার কথায় ‘প্রায় চষে ফেলেছি প্রত্যেকটা স্টুডিয়ো। ভ্যানিটি ভ্যানের বিশেষ প্রয়োজন হয়নি। শুরুতে সবারই স্ট্রাগল থাকে। যদি সেটাকে স্ট্রাগল না বলে ভাগ্যের চাকা ঘোরানোর এক সৎ চেষ্টা বলতেই আমি স্বচ্ছন্দ বোধ করি।’ অভিনয়ের পাশাপাশি জয়জিৎ ইতিমধ্যেই জিতেছেন ‘বিগ বস বাংলা’-ও।

   

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়,Joyjit Banerjee,হিরো,Hero,টলিউড ইন্ডাস্ট্রি,Tollywood Industry,নেপোটিজম,Nepotism

দীর্ঘ অভিনয় জীবনে বাংলা ইন্ডাস্ট্রির অনেক পালা বদলের সাক্ষী অভিনেতা। তাই নিজের সঞ্চিত অভিজ্ঞতার ভান্ডার থেকে আজকের টলিউড ইন্ডাস্ট্রির নানা কথা ফাঁস করেছেন অভিনেতা। জয়জিৎ জানিয়েছেন ‘ছোট, বড়, মেজ সব হিরো ও হিরোইনদের সঙ্গেই এযাবৎ কালে কাজ করা হয়েছে। তবে জিতের (Jeet) সঙ্গে ছবিতে এখনও কাজ করা হয়নি। বুম্বা দা টু দেব আনাগোনা আমার সর্বত্র।’ ইন্ডাস্ট্রি তাকে অনেক কিছু দিয়েছে। অভিনেতার নিজের কথায় কোনো কার্পণ্য ছাড়াই তার দু-হাত ভরিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি।

তাই নাম,যশ,খ্যাতি,অর্থ সবই ইন্ডাস্ট্রি থেকে পাওয়ার পরেও তাতে সামান্য ভাটা পড়লেই সেই ইন্ডাস্ট্রিকে যখন কেউ ছেড়ে কথা বলে না তাদের একহাত নিয়েছেন জয়জিৎ।এপ্রসঙ্গে তিনি বলেছেন ‘আজকাল বিভিন্ন নেতা কাম অভিনেতা থেকে শুরু করে, টলিপাড়ার অন্দরের বেশ কয়েকজনকেই এই ইন্ডাস্ট্রি নিয়ে নানা মন্তব্য করতে শুনি।’এপ্রসঙ্গে অভিনেতার আরও সংযোজন ‘আসলে যে হিরো এই কথা বলে তাঁদের উদ্দেশে আমার একটা ছোট মন্তব্য, যাকে প্যান্টে নিজে লিখে ঘুরতে হয় হিরো, আর ফোন করলে নিজের নামের আগে হিরো বলতে হয় সে নাকি টলিউড সম্পর্কে মন্তব্য করে, অসহ্য।’

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়,Joyjit Banerjee,হিরো,Hero,টলিউড ইন্ডাস্ট্রি,Tollywood Industry,নেপোটিজম,Nepotism

সেইসাথে অতীতের ঘটনার প্রসঙ্গ টেনে নাম না করেই ইন্ডাস্ট্রির এক খ্যাতনামা অভিনেতা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন জয়জিৎ। পরিচালক হরনাথ চক্রবর্তীর সিনেমার একটা ঘটনার কথা জানিয়ে তিনি বলেন ওই সিনেমায় এক বিখ্যাত ‘হিরো’ ছিলেন। কিন্তু সেদিন তার জ্বর ছিল। তারপরও পরিচালক বেশ অনুনয়-বিনয় করে হিরোকে সেটে ডেকে আনেন। এরপর ‘হিরো’ দু-ঘণ্টা বাদে শ্যুটিং-এ এসে প্রথমেই বললেন, প্রেস ডাকো আমি জ্বর নিয়ে অভিনয় করতে এসেছি। তবে কে সেই বিখ্যাত হিরো তার নাম নেননি জয়জিৎ।