• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০১ কোটি টাকা পাবেন অভিনেতা, ছবির একটি মাত্র দৃশ্যে অভিনয় করেই

বিখ্যাত হলিউড অভিনেতা জনি ডেপকে (Johnny Depp)। ‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান’ (Pirates Of The Caribbean Sea) সিনেমায় জনির দুর্দান্ত অভিনয় ভীষণ ভাবে দাগ কেটেছে সারা বিশ্বের হলিউড (Hollywood) প্রেমীদের মনে। বর্তমানে জনি ডেপের সাথে কিছু ঘটনা ঘটে চলেছে,  যেগুলি একেঅপরের সাথে জড়িত। যেমন ধরুন সেপ্টেম্বরের শুরুতে বক্স অফিসে তুমুল সফল ‘ফ্যান্টাস্টিক বিস্ট’ (Fantastic Beast) এর তৃতিয় পর্বের শুটিং শেষ হয়েছে। কিন্তু শুটিং শেষে ‘প্যাকআপ’ হলে আর নতুন শুটিং করা হয়নি।

প্যাকআপ হবার পরেই আসল জীবনে বেশ সমস্যায় পরে গেছেন অভিনেতা। অভিনেতার স্ত্রী জনির বিরুদ্ধে ২রা নভেম্বর অত্যাচার ও মারধরের মত গুরুতর অভিযোগ এনেছে। যার ফলে এখন শুটিং বন্ধ ওয়ার্নার ব্রোস প্রতিষ্ঠানে। বন্ধ থাকবে মামলার রায় না আশা পর্যন্ত। জানা গেছে বিগত দিনের মোট ১৮টি ঘটনার সাক্ষ্য প্রমান দেখে বিচারক রায় দেন স্ত্রী নাম্বার হার্ডকে মারধর করতেন তিনি। অভিনেতার বিরুদ্ধে  এমন রায়ের ফলে ‘ফ্যান্টাস্টিক বিস্ট’ ছবি থেকে বাদ দেওয়া হয়েছে অভিনেতাকে। তার বদলে নতুন মুখ খুঁজছে ওয়ার্নার ব্রোস গ্রিন্ডেলওয়াল্ড চরিত্রের জন্য।

   

এখানেই শেষ নয়, আগেই বলেছি পাইরেটস অফ টি ক্যারিবিয়ান ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন জনি ডেপ। সুতরাং মামলার রায় জনির বিপক্ষে যাবার পর তাকে ‘ফ্যান্টাস্টিক বিস্ট’ ছবি থেকে বাদ দেওয়া হলে তার ভক্তরা খেপে গিয়েছেন। জনিকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়ার চরম বিরোধিতা করেছেন তার ভক্তরা। এই ঘটনাকে নিকৃষ্ট আচরণ বলে ‘জাস্টিস ফর জনি ডেপ’ (Justice for Johnny Depp) বলে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন তার অনুগামীরা।

শুধু ‘জাস্টিস ফর জনি ডেপ’ তাই সন্তুষ্ট নন অনুগামীরা। জাস্টিসের সাথে তারা আওয়াজ তুলেছেন ওয়ার্নার ব্রোস বয়কট করার জন্য। নেটিজনদের এহেন রোষের মুখে পরে ওয়ার্নার ব্রোস সিদ্ধান্ত নিয়েছে, ছবি থেকে বাদ পড়লেও জনিকে পুরো পারিশ্রমিকই দেওয়া হবে। আসলে জনি–ভক্তদের শান্ত করতেই এই সিদ্ধান্ত। যার ফলে অভিনয়ের দৃশ্য ছবি থেকে বাদ পড়লেও অভিনয়ের জন্য তিনি তার ন্যায্য ১০১ কোটি টাকার পারিশ্রমিক পুরোটাই পাবেন।