• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একই চাহনি, গালে আঁচিল! অনীক দত্তের ‘অপরাজিত’ ছবির জিতু যেন অবিকল সত্যজিৎ, রইল টিজার

বাংলা তথা বাঙালির গর্ব সত্যজিৎ রায় (Satyajit Ray)। আজও সারা বিশ্বের কাছে বাঙালি কলার তোলে তারই নামে। তিনি এক এবং অদ্বিতীয়। সারা বিশ্বেও তাঁর মতো প্রতিভার সন্ধান আর দুটো মেলেনি। তিনি একাধারে ছিলেন পরিচালক, সঙ্গীত পরিচালক, চিত্রশিল্পী, পোশাক ডিজাইনার, লেখক সমস্তটা। তাঁর সৃষ্টিতে হাত লাগাতে আজও বুক কাঁপে তাবড়-তাবড় পরিচালক, চলচ্চিত্র নির্মাতাদের। কিন্তু এবার তাঁর সৃষ্টি নয় খোদ ‘সত্যজিৎ ‘ কেই পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক অনীক দত্ত।

তাঁর ছবি ‘অপরাজিত’ তে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) । এতদিন পর্যন্ত ধারাবাহিকেই দেখা মিলেছে তার। কিন্তু ‘সত্যজিৎ রায়ের’ আদলে জিতুর ফার্স্ট লুক দেখেই চমকে উঠেছিলেন সিনেবোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষ। সকলেরই বক্তব্য দারুণ মানিয়েছে, তিনি যেন অবিকল সত্যজিৎ।

   

সত্যজিৎ রায়,জিতু কমল,অনীক দত্ত,অপরাজিত,Satyajit Ray,Jeetu kamal,Anik Dutta,Aparajita,aparajito teaser,aparajito

সত্যজিত রায়ের কালজয়ী ছবি ‘পথের পাঁচালী’ তৈরির টুকরো টুকরো নানান ছবি গল্প উঠে আসবে এই ছবিতে। ছবিতে সত্যজিৎ হবেন জিতু আর বিমলা রায় হিসেবে দেখা মিলবে অভিনেত্রী সায়নী ঘোষের। এই ছবিতে সত্যজিৎ নয় জিতুর নাম হবে অপরাজিত রায়।আর এই ছবিতে অপরাজিত জীবনের সেই ‘প্রথম ছবি’-র নাম হতে চলেছে ‘পথের পদাবলী’।

সত্যজিৎ রায়,জিতু কমল,অনীক দত্ত,অপরাজিত,Satyajit Ray,Jeetu kamal,Anik Dutta,Aparajita,aparajito teaser,aparajito

পঞ্চাশের দশকের গোড়ায় তিনি বানিয়েছিলেন তাঁর প্রথম ছায়াছবি ‘পথের পাঁচালি’। সেই সময় না ছিল এত ভালো সরঞ্জাম, না ছিল ডিজিটালাইজেশনের এই দাপট। তবুও তার বানানো ছবি দেখে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব। সেই কাহিনীই ফুটে উঠল ছবির টিজারে৷ সেবছর ফ্রান্সের বিখ্যাত কান ফেস্টিবেলেও প্রশংসিত হয়েছিল সত্যজিতের সৃষ্টি। মানিক বাবুর জন্ম শতবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতেই অনীক দত্তের এই প্রয়াস। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার।

সাদাকালো ছবিতে যেন স্বয়ং সত্যজিৎ হয়ে উঠেছেন জিতু। সেই উজ্জ্বল অথচ চিন্তামিশ্রিত চোখ, ঠোঁটের কোণে চারমিনার, কাঠ কাঠ চোয়াল, গালে ব্রণর গর্ত, থুতনির আঁচিল সব হুবুহু মিলিয়ে দিয়েছেন অভিনেতা পরিচালক দুটিতে মিলে। অবশ্য এই অনবদ্য লুক সৃষ্টির পিছনের আরেকটি নাম না বললেই নয়, তিনি মেকাপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। জিতু জানিয়েছেন, এই চরিত্রের জন্য দিনের পর দিন নিজের সমস্ত শক্তি, শিক্ষা, পরিশ্রম উজার করে দিয়েছেন অভিনেতা। এমনকি প্রথমবার নিজেকে দেখেও চিনতে পারেননি তিনি।