• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৌরভের সাথে দাদাগিরিতে খেলতে চান, কিভাবে করবে আবেদন, রইল অডিশনের স্থান ও সমস্ত পদ্ধতি

বাংলার জনপ্রিয় একটি রিয়্যালিটি শো হল জি বাংলার দাদাগিরি (Dadagiri)। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে দাদাগিরির সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। দাদার সঞ্চালনায় আলাদা মাত্রা এসেছে দাদাগিরি এর জনপ্রিয়তায়। সাধারণ প্রতিযোগী থেকে সেলেব্রিটি দাদার সাথে এমন খেলার সুযোগ মিস করতে চান না কেউই। দেখতে দেখতে দাদাগিরি সিজেন ৯ এ এসে পৌঁছেছে। আর এবার শুরু হচ্ছে দাদাগিরি আনলিমিটেড এর অনলাইন অডিশন (Dadagiri Unlimited Online Audition)।

ছোট থেকে এবার সকলেই দাদাগিরি দেখতে পছন্দ করেন। আর টিভির পর্দায় গোটা বাংলার প্রতিযোগীদের খেলতে দেখে অনেকেরই ইচ্ছা থাকে দাদাগিরিতে হাজির হয়ে সৌরভের সাথে খেলার। এই রিয়্যালিটি শোতে যাওয়ার জন্য বিভিন্ন সময় বাংলার বিভিন্ন প্রান্তে অডিশন হয়। সম্প্রতি আবারও এই অডিশন চালু হয়েছে। তাই যাঁরা ডাডারি সাথে দাদাগিরির মঞ্চে খেলতে চান তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে। আজ বংট্রেন্ডের পাতায় আপনাদের দাদাগিরি অডিশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে।

   

Dadagiri Audition,Dadagiri Unlimited,Sourav Ganguly,Dadagiri Season 9 Auditon,How to Participate in Dadagiri,Dadagiri Audition Info,দাদাগিরি আনলিমিটেড,দাদাগিরি আনলিমিটেড অডিশন,দাদাগিরি অডিশনের তথ্য,কিভাবে দাদাগিরিতে অংশগ্রহণ করবেন,সৌরভ গাঙ্গুলী

দাদাগিরি আনলিমিটেড অডিশন

দাদাগিরিতে প্রতিযোগী হিসাবে অংশ গ্রহণ করার আগে কিছু নিয়ম রয়েছে সেগুলো জেনে নেওয়া উচিত। দাদাগিরিতে প্রত্যেক প্রতিযোগী নিজের জেলার হয়ে প্রতিনিধিত্ব করে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি যে কেউ এই শোতে অংশ গ্রহণ করতে পারেন। প্রতি পর্বে মোট ৬ জন প্রতিযোগী থাকে। খেলার শেষে যার স্কোর সবচাইতে বেশি হয় তিনি বিজয় হন ও যার স্কোর সবচাইতে কম হয় তাকে বিদায় জানাতে হয়।

দাদাগিরি আনলিমিটেড এর রাউন্ড

দাদাগিরি খেলায় পরপর বেশ কিছু রাউন্ডে খেলা হয়, যেগুলি হল – টস রাউন্ট, পাওয়ার প্লে, কভার ড্রাইভ,গুগলি,স্লগ ওভার রাউন্ড, আর শেষে ব্যাপী বাড়ি যা। মূলত ক্রিকেটের থেকেই অনুপ্রেরণা নিয়ে প্রতিটি রাউন্ডের নামকরণ করা হয়েছে। সমস্ত রাউন্ট শেষে বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় দাদাগিরির ট্রফি। সাথে বিজেতা ও প্রথম রানারআপের জন্য থাকে নগদ পুরস্কার থেকে গিফট হ্যাম্পার।

Dadagiri Unlimited Season 9 Audition

কিভাবে দাদাগিরি অডিশনে নাম দেবেন (Dadagiri Unlimited Audition Process and Info)

চলুন এবার দেখে নেওয়া যাক দাদাগিরি অডিশনে নাম নথিভুক্ত করার পদ্ধতি। এর জন্য আপনাদের প্রত্যেকটি পর্ব ভালো করে দেখতে হবে। কারণে সার্চ চলাকালীন টিভির পর্দায় রেজিস্ট্রেশন সম্পর্কিত সমস্ত তথ্য  জানানো হয়। টিভি স্ক্রিনে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস থাকে যেখানে নাম, ছবি বয়স ইত্যাদি তথ্য পাঠিয়ে দিতে হয়।

স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের বা ইমেলে একপ্রকার বায়োডাটা পাঠিয়ে দিতে হয়। সাথে আঁধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স ও একটি পাসপোর্ট সাইজের ছবি পাঠাতে হয় বাধ্যতামূলক ভাবে। এরপর সেই বায়োডাটার থেকেই বেছে নেওয়া হয় প্রতিযোগীদের।

Dadagiri Unlimited Audition Process Contace No

এছাড়াও চাইলে Zee 5 অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন দাদাগিরিতে প্রতিযোগী হওয়ার জন্য। তবে মনে রাখবেন এর জন্য কোনোরকম টাকা নেওয়া হয় না। তাই কেউ যদি টাকার বদলে দাদাগিরিতে খেলার সুযোগ করে দেবে বলে সেটা প্রতারণা।