• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেখে নিন কিভাবে খুব সহজেই তৈরি করবেন ফ্রুট কাস্টার্ড

শিখে নিন কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরী করবেন ফ্রুট কাস্টার্ড।

ফ্রুট কাস্টার্ড এর জন্য যা লাগবে

   

দুধ ১ লিটার

ডিমের কুসুম ২ টি (optional) ।

কাস্টার্ড পাউডার ৩ টেবিল চামচ (পছন্দ মত ফ্লেবার)

চিনি ১/২ কাপ বা স্বাদ মত

কিসমিস ২ টেবিল চামচ (optional) ।

কাট বাদাম ২ টেবিল চামচ (optional) ।

ফল ( কলা, আম, আপেল, আঙুর, লাল বা সবুজ চেরি ফল, ডালিম/আনার , স্ট্রবেরি) কিউব করে কাটা প্রায় ২ কাপ (জল জাতীয় ফল ব্যাবহার করা যাবে না, যেমন তরমুজ ) ।

প্রস্তুত প্রণালী

প্রথমে ডিমের কুসুম ২ টি একটি বটিতে নিয়ে ভালো করে ফেটে নিন এখন কাস্টার্ড পাউডার দিয়ে ভাল করে মিশান এবং smooth মিশ্রণ তৈরি করুন ।

একটি পাত্রে দুধ নিন অল্প আচেঁ জাল দিন এখন চিনি দিয়ে নাড়তে থাকুন । ডিম এবং কাস্টার্ড এর মিশ্রনটি দুধের সাথে ঢেলে দিন এবং নাড়তে থাকুন অল্প আচেঁ রান্না করুন । মনে রাখবেন মিশ্রন টি একদম অল্প আচেঁ রান্না করতে হবে এবং বিরতিহীন ভাবে নাড়তে হবে তা না হলে কাস্টার্ড জমে যাবে ।

কাস্টার্ড হালকা ফুটে উঠলে নামিয়ে ফেলুন । এখন ঠান্ডা হলে ফ্রিজে রাখুন । খবার সময় আপনার পছন্দ মত ফল দিন এবং পরিবেশন করুন ।