• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP নিয়েই যত খেলা, পয়েন্ট কমলেই পছন্দের সিরিয়ালও শেষ! রইল এই টিআরপি গণনার পদ্ধতি

জীবনে বেঁচে থাকতে হল যেমন কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে তেমনি মন ভালো রাখার জন্য কিছুটা বিনোদনেরও প্রয়োজন রয়েছে। বাঙালিদের এই বিনোদনের রসদ জোগাতে বদ্ধ পরিকর বিভিন্ন চ্যানেলের বাংলা সিরিয়ালগুলি (Bengali Serial)। কিন্তু বিগত কয়েক দিনে যে হরে একাধিক জনপ্রিয় সিরিয়াল শেষ হয়েছে তাতে একপ্রকার ক্ষুদ্ধ দর্শকরাই। কিন্তু কেন এমন হল? এর পিছনে সবচাইতে বড় কারণ হল টিআরপি (TRP) বা টার্গেট রেটিং পয়েন্ট।

প্রতি সপ্তাহেই এই টিআরপি তালিকা প্রকাশ করা হয়। পয়েন্টের দিক থেকে যে যত বেশি নাম্বার পায় সেই হয় বাংলার সেরা সিরিয়াল। কিন্তু এই টিআরপি আসলে কি? কিভাবে হয় TRP গণনা? আজ সেই তথ্যই তুলে ধরছি বংট্রেন্ডের পর্দায়। যেটা হয়তো অনেক দর্শকদেরই জানার ইচ্ছা ছিল বহুদিন ধরেই।

   

TRP,Serial TRP,Bengali Serial TRP,BARC,how TRP is calculated,টিআরপি,বাংলা সিরিয়ালের টিআরপি,টেলিভিশন রেটিং পয়েন্ট,Television Rating Point

টিআরপি এর পুরো কথাটা হল টেলিভিশন রেটিং পয়েন্ট (Target Rating Point)। দর্শকদের এটা জানতে বাকি নেই যে এই পয়েন্টের ওপরেই দাঁড়িয়ে থাকে সিরিয়ালের ভাগ্য। সবচাইতে বেশি টিআরপি যে সিরিয়ালের সেই সেরা আর টিআরপি কমতে থাকলেই ভাগ্যে দুশ্চিন্তা। টিআরপি কম হওয়ার কারণেই বিগত কয়েক দিনে উমা, আয় তবে সহচরী এর মত একাধিক সিরিয়াল বন্ধ হয়েছে।

আসলে এই টিআরপি এর ওপর নির্ভর করে চ্যানেলের ইনকাম। যে সিরিয়ালে টিআরপি বেশি সেই সিরিয়ালের চ্যানেল বিজ্ঞাপনের জন্য বেশি টাকা পায়। সেই কারণেই টিআরপি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সিরিয়ালের জন্য। আর এই জন্যই টিআরপি কমে গেলে চ্যানেল কর্তৃপক্ষ সেই নির্দিষ্ট সিরিয়াল শেষ করে দেন। বদলে নিয়ে আসেন নতুন কাহিনীর কোনো সিরিয়াল, যাতে আবারও টিআরপি বাড়ানো যায় চ্যানেলের।

Television TRP Rating by BARCWhat is TRP or Television Rating Point

টিআরপির এই তালিকা প্রকাশ করা হয় ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল ইন্ডিয়া এর তরফ থেকে। যাকে সংক্ষেপে বিএআরসি বা BARC বলে হয়ে থাকে। কিন্তু কিভাবে হয় এই গণনা? এর উত্তর হলে এর জন্য মেশিনের সাহায্যেই এই গণনা করা হয়ে থাকে। আগেকার দিনে গ্রাম শহর থেকে শুরু করে বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলাদের ১০০০ টা বাড়িতে এই মেশিন বসিয়ে দেওয়া হত। যেটা মানুষের পছন্দ আর অপছন্দের ওপর নজর রেখে জানান দিত সংস্থাকে।

তবে আধুনিক যুগে প্রযুক্তির উন্নতির সাথে সাথে এই পদ্ধতিতে অনেকটাই বদল এসেছে। এখন প্রতিটা সেট টপ বক্সের মধ্যেই এই মেশিন থাকে। তাই মানুষ কি দেখছেন টিভিতে সেই তথ্য দিয়েই তৈরী হয়ে যায় রিপোর্ট। এই টিআরপি পয়েন্টের ভিত্তিতেই বিজ্ঞাপনের টাকা ধার্য্য করা হয়। যেমন কোন চ্যানেলের টিআরপি বেশি হলে সেখানে ১টা ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য প্রতি সেকেন্ডে ৬০০০ টাকা হিসাবে ৬০০০০ টাকা দিতে হয়।

প্রসঙ্গত, টিআরপি শুধুমাত্র টেলিভিশনের মধ্যে দিয়েই মাপা হয়। যদি কেউ ওটিটি প্ল্যাটফর্মে বা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে সিরিয়াল দেখেন তাহলে সেটা টিআরপিতে যোগ হয় না। বর্তমানে বিনোদনের দিক থেকে সেরার তালিকায় রয়েছে ষ্টার প্লাস।