• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাড়ি বসেই জানা যাবে নদীর জলের মাপ! আটকানো যাবে বন্যা, চন্দননগরের যুবকের আবিষ্কারে গর্বিত বাংলা

ভারতবর্ষ মূলত মৌসুমী জলবায়ুর দেশ, বছরের একটা নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত (Rain) হওয়ার কথা থাকলেও অনেক সময়েই তা হয় না। কখনো কোথাও অতি বৃষ্টি তো কোথাও কম বৃষ্টি দেখা যায়। প্রতিবছরেই কম বেশি বন্যার (Flood) খবর পাওয়া যায় একাধিক রাজ্যে। এবছরেও আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক মানুষ। তবে এবার আর নয়, অভিনব এক যন্ত্র আবিষ্কার করেছে চন্দননগরের এক যুবক যার দ্বারা জলের স্তর মেপে আগে থেকেই বন্যার সতর্কতা মিলবে।

পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের বাসিন্দা অয়ন বাগ। হুগলির (Hooghly) ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র অয়ন বানিয়ে ফেলেছে ‘ফ্লাড মনিটরিং সিস্টেম’ (Flood Monitoring System)। এই যন্ত্র নদীর জলের উচ্চতা মেপে দিতে পারবে। এর ফলে যে সমস্ত জায়গায় নদী বা জলাধারে জল ধরে রাখা হয় সেখানে জলের পরিমাণ বেড়ে গেলে আগে থেকেই জানা যাবে। এর ফলে কখন জল ছাড়তে হবে বা কতটা জল ধরে রাখতে হবে সেটার পরিমাপ করা আরও সহজ হবে।

   

Ayag Bag HETC invents flood monitoring system to mesure water levels

কিভাবে কাজ করবে অভিনব এই ফ্লাড মনিটরিং সিস্টেম ?

অয়নের তৈরী এই যন্ত্রটি মূলত আল্ট্রা সনিক পদ্ধতির ব্যবহার করবে। আর একটি অ্যাপের মাধ্যমে যন্ত্রটি থেকে সরাসরি বাড়িতে বসেই জেনে যাওয়া যাবে যে কোনো জায়গার নদী বা জলাধারের জলস্তরের উচ্চতা। যার ফলে প্রশাসনের পক্ষে আরও দ্রুত মানুষকে সচেতন করা ও ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এমনকি কতটা জল ছাড়া উচিত, বা কত জল ছাড়লে বন্যার সম্ভাবনা বাড়তে পারে সেই ধারণাও পাওয়া যাবে যন্ত্রের থেকে পাওয়া তথ্যের সাহায্যে।

অভিনব এই যন্ত্রের সাহায্যে আগামী দিনে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে এমনটাই মনে করছেন সকলেই। ইতিমধ্যেই হুগলি জেলা প্রশাসনের আধিকারিকেরা অয়নের কাজ দেখেছেন। আর সাথে তাঁর কাজের প্রশংসাও করেছেন। হুগলি জেলার আরামবাগ মহকুমাই একটি বন্যাপ্রবণ এলাকা। প্রায় প্রতিবছরই অতিবৃষ্টির জেরে বানভাসি অবস্থা হয় একাধিক গ্রামের। অয়নের এই যন্ত্র সেই বন্যা নিয়ন্ত্রণের জন্য কাজে লাগানোর ব্যবস্থা করায় আশাবাদী হুগলি জেলা প্রশাসন।

অন্যদিকে মানুষের উপকারে আসবে এমন একটা যন্ত্র বানাতে পেরে খুশি হুগলির অয়ন। তাঁর মতে, আমার তৈরী ফ্লাড মনিটারিং সিস্টেম যদি মানুষের উপকারে আসে ও বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে তাহলে সত্যিই খুশি হবে। ছেলের এই আবিস্কারই স্বাভাবিকভাবেই খুশি ও গর্বিত অয়নের বাবা মা।