• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঘন কালো চুলের জন্য দামি কেমিক্যালের বদলে এই ঘরোয়া টোটকা ব্যবহার করুন, কাজ হবে ম্যাজিকের মত

চুলের সমস্যায় (Hair Problems) ভোগেন না এমন মানুষ বোধহয় খুব কমই আছে পৃথিবীতে। আজকাল দিনে যতই দামি কিছুই ব্যবহার করা হোক না কেই সেই চুল পাতলা হয়েই চলেছেন। কিছু কিছু মানুষদের তো পাতলা হতে হতে রীতিমতো টাকে পরিণত হয়েছে। বাচ্চা বলুন বা বড় চুলের সমস্যা প্রত্যেককেই রীতিমতো নাজেহাল করে দিচ্ছে।

কিন্তু আজ আপনাদের এমন কিছু টোটকা বলবো যার ফলে আপনার সারা জীবন নিজের চুল কালো ও ঘন রাখতে পারবেন। আর সেই জন্য আপনাকে মানতে হবে কিছু পদ্ধতি। আর তারপরেই আপনার মনের মতো চুল পেয়ে যাবেন।

   

১. ব্ল্যাক টি (Black Tea)

Red Tea Benefits লাল চা খাওয়ার উপকারিতা benefits of eating red tea

ব্ল্যাক টি অর্থাৎ কালো চা পাতা। যা আমরা নিত্যদিন সকাল-বিকেল চা খাওয়ার জন্য ব্যবহার করি। কিন্তু অনেকেই জানেন না যে, এই কালো চা পাতা আমাদের চুলের জন্য কত উপকারী। কেননা, এর মধ্যে রয়েছে আন্টি অক্সিডেন্ট যা আমাদের চুলের গোড়া মজবুত করে। আর গোড়া মজবুত হলেই চুল পড়ার সমস্যা যে নিমেষেই কমবে তা নিশ্চই বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তবে, এটি কিভাবে কাজ করবে সেটাই এখন বলবো আপনাদের। তাহলে জেনে নিন:

  • প্রথমেই চা পাতাকে গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর এটাকে ঠান্ডা করে নিতে হবে।
  • ঠান্ডা হওয়ার পর জল ও পাতাকে একসঙ্গে চটকে নিতে হবে।
  • এরপর এটিকে মাথায় লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিটের জন্য। আর তারপর ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুঁয়ে নিতে হবে।
  • সপ্তাহে এটি দুদিন করলে চুল পড়ার সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাবেন।

২. কালো তিল (Black Sesame)

Hair Problem Hair Growth Black Sesame

চুলের সমস্যায় কালো তিলের ভূমিকাও অপরিসীম। কালো তিল ব্যাবহার করলে আপনি দীর্ঘদিন চুল অনায়াসেই কালো রাখতে পারবেন। চুলে পাক ধরার কোনো চিন্তাই থাকবে না আপনার। তাহলে জেনে নিন কীভাবে এটিকে ব্যাবহার করবেন।

  • ২ চামচ কালো তিলকে মিনিট ১০ আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন।
  • এরপর ১০ মিনিট হয়ে গেলে তিলটিকে বেটে নিনি।
  • এরপর এই মিশ্রনটিকে চুলের গোড়ায় লাগিয়ে ২০ মিনিটের জন্য অপেক্ষা করুন।
  • তারপর ভালো করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে একবার করলেই ভালো ফল পাবেন।

৩. হেনা প্যাক (Hena)

Hair Problem Hair Growth Hena

হেনার গুনগুনের কথা নতুন করে আর বলার কিছুই থাকে না। আপনার নিশ্চই জানেন যে, হেনা চুলের জন্য কতটা উপকারী। তবে, আজ জেনে নিন চুল ভালোর পাশপাশি হেনা কি করে চুল কালো করতে সাহায্য করে।

  • আর তারজন্য প্রথমেই একটি পাত্রে উষ্ণ গরম জলে ১ চামচ কফি পাউডার মিশিয়ে নিতে হবে।
  • এবার হেনা পাউডার, দই, আমলা, লেবুর রস ও দিয়ে ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ বানাতে হবে।
  • আর এরপর এই মিশ্রনটিকে চুলে লাগিয়ে রাখতে হবে ১ ঘন্টার জন্য। আর তারপর ভালো করে ধুয়ে নিতে হবে।

৪. পেঁয়াজ ও লেবুর রস (Onion Lemon Juice)

Hair Problem Hair Growth Lemon Onion juice

অনেকেই আছেন মাথায় পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারেন না। কিন্তু যদি একটু কষ্ট করে হলেও এটা ব্যবহার করতে পারেন তাহলে দারুন ফল পাবেন।

  • ৪ চামচ পেঁয়াজের রস ও দু চামচ লেবুর রস একসঙ্গে ভালো করে মিশিয়ে স্ক্যাল্পে লাগিয়ে লাগিয়ে ৪৫ মিনিট রাখতে হবে।
  • এরপর ভালো করে ধুয়ে নিতে হবে। এটি আপনার চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে।

৫. লেবু ও নারকেল তেল (Lemon, Coconut Oil)

Hair Problem Hair Growth Coconut Oil Lemon

এই দুটো উপাদানই চুলের জন্য খুবই উপকারী। আজকাল দিনে অনেকেই মাথায় তেল মাখেন না বা মাখতে পছন্দ করেন না। কিন্তু অনেকেই জানেন না যে, এই নারকেল চুলকে কতটা পরিমানে পুষ্টি যোগায়। তাহলে জেনে নিন কিভাবে এটাকে ব্যাবহার করতে হবে।

  • তিন চামচ নারকেল তেল ও হাফ চামচ লেবুর রস এই দুটো মিশ্রনকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  • তারপর রাতে শুতে যাওয়ার আগে এটিকে মেখে নিতে হবে চুলে।
  • রোজ এটি করতে পারলে চুলের জন্য খুবই উপকারী। আর যদিও রোজ না পারেন তাহলে একদিন বাদে বাদে এটিকে করতে পারেন। তাহলে খুব ভালো উপকার পাবেন।