• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চক দে ইন্ডিয়া! অস্ট্রেলিয়ার মাটিতে সাদা চামড়ার চোখে চোখ রেখে অবিশ্বাস্য জয় ভারতের

মঙ্গলবার ব্রিসবেনের গাব্বার (Gabba) মাঠে নতুন ইতিহাস সৃষ্টি করল টিম ইন্ডিয়া (Team India)। এই প্রথমবার এই মাঠে জিতল ভারত। ম্যাচে ৩২৮ রানের লক্ষ্য সেট করেছিল অস্ট্রেলিয়া। যেটা মাত্র ৩ উইকেটে কভার করে বর্ডার-গাওস্কর ট্রফি (Border Gawaskar Trophy) জিতে  নিল ভারত। যদি দেখা যায় এই মাঠে অস্ট্রেলিয়ার হারের  সংখ্যা খুবই কম রয়েছে। সেখানে ক্যাপ্টেন বিরাট কোহলিকে (Virat Kohli) ছাড়াই অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা নিয়ে অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) যে জয় অৰ্জন করলেন তা সত্যি অনবদ্য।

বিরাট কোহালির নেতৃত্বে বহু রেকর্ড তৈরী করেছেন টিম ইন্ডিয়া। এমনকি গতবার সিরিজও জিতেছে। তবে গতবারের সিরিজ জেতা যদি ইতিহাস হয়ে থাকে, তবে বিরাট ছাড়া রাহানেদের এই বিজয় আরও বেশি গর্বের বিষয়। কারণ প্রথম থেকেই চোটে জর্জরিত ছিল টিম ইন্ডিয়া, অন্যদিকে বিরাট কোহলিও ছিলেন না গাইডের জন্য। তা সত্ত্বেও বর্ডার-গাভাসকর সিরিজ জিতে বিজয়ীর ট্রফি ভারতে নিয়ে এল টিম ইন্ডিয়া। তাই এই ঐতিহাসিক জয়ের জন্য গোটা টিম ইন্ডিয়াকে কুর্নিশ জানাচ্ছে ভারতবর্ষ।

   

Team India won test match at gabba Border Gawaskar Trophy টিম ইন্ডিয়া

প্রথম দিন থেকেই যেখানে ছোট নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া, সেখান থেকে অন্তিম দিনে ৩২৮ রান করে বিজয়ী হওয়াটা ছিল স্বপ্নের মত। ইন্ডিয়ান টিমের চেতেশ্বর পূজারা যখন অনেক বেশি বল খেলেও মাত্র ৫০ রান করেছিলেন সেখানে ওপেনার শুভমন গিল তাঁর টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছিলেন। ম্যাচে শুভমন তার প্রথম সেঞ্চুরির স্বপ্নপূরণ করতে পারেনি। তবে প্রায় হারতে বসা একটা ম্যাচকে জিতিয়ে ফিরেছে টিম ইন্ডিয়া।

টেস্ট মাছের প্রথমে মাত্র ৩৬ রানেই অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া যেটা দেখে অনেকেরই মনে হয়েছিল যে এবার হয়তো গো হারা হারবে টিম ইন্ডিয়া। যাও বা বিরাট কোহলি আশা ছিলেন, তিনিও নেই টাইম। টিম ইন্ডিয়ার বিশিষ্ট খেলোয়াড় বিরাট কোহলি, ইশান্ত শর্মা ও মহম্মদ শামি কেউই ছিলেন না এই ম্যাচে অপেক্ষাকৃত তরুণ এই দল যে এইভাবে বিজয়ী হয়ে ইতিহাস তৈরী করবে তা ভাবতে পারেননি অনেকেই। সেখানে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে অজিঙ্ক রাহান প্রমান করে দিল যে জেতার জন্যই খেলতে নেমেছেন তিনি।