• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজপ্রাসাদের মতো বাড়ি থেকে, দামী গাড়ি কি নেই রামচরণের! রইল RRR অভিনেতার সম্পত্তির পরিমাণ

দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর (Chiranjivi) ছেলে রামচরণ (Ramcharan) তথা তেলেগু অভিনেতা বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছে। ২৫ মার্চ মুক্তির পর থেকেই বাজার কাঁপাচ্ছে রামচরণ এবং জুনিয়র এন টি আর অভিনীত সিনেমা আর আর আর (RRR)। জনপ্রিয় পরিচালক এস এস রাজমৌলি পরিচালিত এই বহু প্রতিক্ষীত সিনেমাটি খুব তাড়াতাড়িই ৫০০কোটির ক্লাবে ঢুকে পড়তে চলেছে।ইতিমধ্যে মুক্তির প্রথম দিনেই ব্লকবাস্টার হিট বাহুবলির রেকর্ড ভেঙে বিশ্বব্যাপী ২৪০ কোটি আয় করে ফেলেছেন এই ছবিটির নির্মাতারা।

আজ তেলেগু অভিনেতা রামচরণের জন্মদিন (Birthday)৷ শুনতে অবাক লাগলেও টলিউডের এই হ্যান্ডসাম অভিনেতা আজ তার ৩৭ তম জন্মদিন পালন করছেন। প্রসঙ্গত তেলেগু অভিনেতা রামচরণ হলেন এমন একজন অভিনেতা যার সারা ভারত তো বটেই এমনকি গোটা বিশ্বজুড়ে রয়েছে লক্ষ লক্ষ ভক্ত। তবে শুধু ভক্ত সংখ্যাই নয় সেইসাথে দিনের পর দিন পাল্লা দিয়ে বাড়ছে অভিনেতার আর্থিক সম্পত্তির পরিমাণও।

   

Ramcharan,রামচরণ,South Indian Film,দক্ষিণ ভারতীয় সিনেমা,Birthday,জন্মদিন,Property,সম্পত্তি,আর আর আর,RRR

অভিনেতার মোট আর্থিক সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে যে কারও। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর রাম চরণের মোট আর্থিক সম্পত্তির পরিমাণ প্রায় ১৩০০ কোটি। হ্যাঁ ঠিকই পড়ছেন, তবে এবার জানুন অভিনেতার এই বিশাল এটি সত্যিই একটি বিশাল আয়ের উৎস কি। জানা যায় অভিনেতার আয়ের সিংহভাগই আসে তার অভিনীত সিনেমা থেকে এবং বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন করে।

Ramcharan,রামচরণ,South Indian Film,দক্ষিণ ভারতীয় সিনেমা,Birthday,জন্মদিন,Property,সম্পত্তি,আর আর আর,RRR

সূত্রের খবর ,রাম চরণ তার অভিনীত সিনেমা থেকে প্রায় ১২ কোটি অর্থ উপার্জন করে থাকেন। আসলে, দাবি করা হচ্ছে এসএস রাজামৌলির আরআরআর-এ অভিনয়ের জন্য রামচরণকে ৪৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। এছাড়াও তিনি বিভিন্ন ব্র্যান্ড এবং পণ্যের বিজ্ঞাপনের জন্য গড়ে ১.৮ কোটি টাকা আয় করে থাকেন। তিনি পেপসি, টাটা ডোকোমো, ভোলানো এবং অ্যাপোলো জিয়া সহ প্রায় ৩৪ টি ব্র্যান্ডের হয়ে প্রচার করেন। এছাড়া ২০২১ সালে, ডিজনি প্লাস হটস্টার তাদের অ্যাম্বাসাডার হওয়ার জন্য তাকে ৫ কোটি টাকা দিয়েছিল।

Ramcharan,রামচরণ,South Indian Film,দক্ষিণ ভারতীয় সিনেমা,Birthday,জন্মদিন,Property,সম্পত্তি,আর আর আর,RRR

এছাড়া রামচরণ তার নিজস্ব চলচ্চিত্র প্রযোজনা সংস্থা, কোনিডেলা প্রোডাকশন কোম্পানিও চালান। এটি তিনি ২০১৬ সালে চালু করেছিলেন৷ এই প্রোডাকশন হাউস থেকে তিনটি চলচ্চিত্র প্রযোজনা করা হয়েছে।হায়দ্রাবাদের জুবিলি হিলসের প্রাণকেন্দ্রে একটি বিলাসবহুল বাংলোর মালিক তিনি। তার এই বাড়ির আনুমানিক মূল্য ৩৮ কোটি টাকা। এটি ২৫ হাজার বর্গফুটেরও বেশি এলাকা জুড়ে তৈরি। এর পাশাপাশি, তিনি দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি রিয়েল এস্টেট সম্পত্তিতেও বিনিয়োগ করেছেন। এছাড়াও অভিনেতার অসাধারণ দামি গাড়ির কালেকশন রয়েছে। জানা যায় এই অভিনেতা ৯ কোটি টাকার একটি রোলস রয়েস ফ্যান্টমের মালিক। তবে রাম চরণ সামাজিক কাজের জন্যও বিশাল দান ধ্যান করে থাকেন। জানা যায় তিনি দেশের সর্বোচ্চ করদাতাদের মধ্যে একজন।