• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অস্কারের মঞ্চে শেষ সন্মান থেকে বঞ্চিত লতা মঙ্গেশকর, তীব্র নিন্দা প্রকাশ করে ক্ষুদ্ধ ভারতীয়রা

ভারতের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangehkar) কোকিলের মতো কন্ঠ আজও বিস্ময় গোটা দুনিয়ার কাছে। শুধু হিন্দি নয় ৩১টি ভাষায় গান গেয়েছিলেন তিনি। গোটা বিশ্বের লোকেরাই মুগ্ধ ছিল তাঁর গানের কণ্ঠে। এমন একজন শিল্পীকে এবছর ৬ই ফেব্রুয়ারি হারিয়েছি আমরা। কিন্তু তাঁর প্রাপ্য সন্মান টুকুও দেওয়া হল না আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অস্কারের মঞ্চে।

সম্প্রতি আয়োজন হয়েছিল ৯৮ তম অস্কারের। প্রতিবছর এই অনুষ্ঠানে প্রয়াত শিল্পীদের জন্য একটি বিশেষ বিভাগ থাকে। যেখানে গোটা বিশ্বের শ্রেষ্ঠ শিল্পীদের শ্রদ্ধাঞ্জলি  জানানো হয়। বিশেষ এই বিভাগের নাম ‘ইন মেমোরিয়াম’ (Oscar Awards In Memorium)। আর ভারত তথা গোটা বিশ্বের পরিচিত একজন সংগীত শিল্পী হলেন লতা মঙ্গেশকর। অথচ এমন একজন শিল্পীকে ২০২২ সালের অস্কারের মঞ্চে সন্মান জানানো হল না।

   

Lata Mangeshkar,Oscar Awards 2022,94th oscar awards,Lata Mangeshkar not in Memorium of oscar,Dilip Kumar,অস্কার,অস্কার ২০২২,লতা মঙ্গেশকর,দিলীপ কুমার

গতবছর অস্কারের মঞ্চেই  সুশান্ত সিং রাজপুত ও ঋষি কাপুরকে সন্মান জানানো হয়েছিল। ওঠছে যুগান্তকারী একজন শিল্পী যিনি সুরসম্রাজ্ঞী উপাধিতে ভূষিত হয়েছেন ও গোটা বিশ্বে তাঁর খ্যাতি ছড়িয়ে রয়েছে তাকেই এভাবে অগ্রাহ্য করা একপ্রকার অপমান বলেই মনে করছেন ভারতীয়রা তথা নেটিজেনরা। আর এক লতা মঙ্গেশকর নন, তাঁর সাথে দিলীপ কুমারের মত অভিনেতার নামও নেই এই অস্কারের ‘ইন মেমোরিয়াম’এ।

cropped-dilip-kumar-asira-banu.jpg

এবছর আয়োজিত অস্কারের মঞ্চে উইলিয়াম হার্ট, বেটি হোয়াইল , ডিন স্টকওয়েল , জিন পল বেলমন্ড দেরকে সন্মান জানানো হয়েছে। অথচ লতা মঙ্গেশকর ও দিলীপ কুমারের নাম বাতিল। কেন ভারতীয় এই শিল্পীদের আন্তর্জাতিক অস্কার অ্যাকাডেমির তরফে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হল না! এই ঘটনা সত্যিই অবাক ও ক্ষুদ্ধ করে তুলেছে ভারতীয় নেটিজেনদের।

সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের অনেকেই প্রশ্ন করেছেন কেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাঞ্জলি জানানো হল না। আবার এক নেটিজের মতে, ইন মেমোরিয়ামের থেকে কি করে লতা মঙ্গেশকরের মত এনজন কিংবদন্তি সংগীত শিল্পীর নাম বাদ যেতে পারে। উনি তো শুধুমাত্র ভারতে নয় বরং গোটা বিশ্বে জনপ্রিয় ছিলেন। তাহলে কি অস্কারের যে সাম্মানিক মর্যাদা ছিল সেটা হারিয়ে গেছে আমেরিকার কাছে?