• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

করোনাকালে থামবে না শিক্ষা! দুঃস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ানোর অভিনব উদ্যোগ সব্যসাচীর

সন্ধ্যা নামলে টিভির পর্দায় শুরু হয় সিরিয়ালের পালা। আর এই সিরিয়ালের এক বিখ্যাত মুখ হল সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। অবশ্য তাকে তার আসল নাম হয়তো খুব কম জনই চেনেন। সিরিয়ালের বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয়ের কারণে সকলে অভিনেতাকে ওই নামেই বেশি চেনেন। নিজের অভিনয়ের দক্ষতার কারণে বরাবরই দর্শকদের মন জিতে আসছেন অভিনেতা। তবে অভিনেতা হবার পাশাপাশি তিনি খুব ভালো ছাত্রও ছিলেন। ইচ্ছা ছিল পিএইচডি করার। অবশ্য তা আর হয়ে ওঠেনি।

অভিনেতা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এমএসসি পাশ করেছিলেন। এরপর অভিনয়ের জগতে পা বাড়ান। আর অভিনয় নিয়ে এতটাই মেতে ওঠেন যে নিজের পিএইচডি  অপূর্ন রেখেই অভিনয়ে মন দেন। তবে পড়াশোনার টান কিন্তু তার মন থেকে মুছে যায়নি। সম্প্রতি করোনা মহামারীর কারণে মানুষের জীবনযাত্রার ব্যাপক ক্ষতি হয়েছে। তেমনি ক্ষতি হয়েছে ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনাতেও। দীর্ঘদিন ধরেই শিক্ষা বন্ধ, তাই যাদের শিক্ষার একমাত্র অবলম্বন ছিল স্কুল তাদের শিক্ষায় ব্যাঘাত ঘটেছে।

   

Sabyasachi Chowdhury,সব্যসাচী চৌধুরী,বাঙালি অভিনেতা,টলিউড,করোনা,great initiative for poor students by sabyasachi chowdhury

 

এবার সেই সমস্ত দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য অভিনব উদ্যোগ নিলেন সব্যসাচী। বিনামূল্যে পোড়ানোর জন্য আবেদন রাখলেন সোশ্যাল মিডিয়াতে। অভিনেতা ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘আর্থিক কষ্টে বহু ছাত্র-ছাত্রীর পড়াশোনাতে ক্ষতি হচ্ছে। প্রাইভেট টিউশনে গিয়ে পড়া বোঝা এখন অনেকের কাছেই বিলাসিতা। যদি কেউ বিনাপয়সায় ছাত্রছাত্রীদের গাইড করতে চান তবে নিচে কমেন্ট সেক্শনে নিজের ডিটেলস এবং সাবজেক্ট ডিটেলস লিখে দিন, যাতে যে কোনো দুস্থ ছাত্রছাত্রী খুব সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে’।

আর সেই আবেদনে সাড়া দিয়ে অনেকেই নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অনেকেই বিনাপয়সায় টিউশন দিতে চেয়ে নিজের কন্ট্যাক্ট শেয়ার করেছেন। কেউ ইতিহাস তো কেউ বাংলা তো কেউ সায়েন্স গ্রুপের বিভিন্ন বিষয়ে বিনামূল্যে পড়ানোর জন্য এগিয়ে এসেছেন। অভিনেতার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।