• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠিক যেন উত্তম-সুচিত্রা জুটি! ঋদ্ধি-খড়ির রোম্যান্টিক পারফরম্যান্স দেখে চোখ সরানো দায়, রইল ভিডিও

বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ‘গাঁটছড়া’ (Gaatchora)। গৌরব চট্টোপাধ্যায়-শোলাঙ্কি রায় অভিনীত এই ধারাবাহিকের টিআরপিও বেশ চড়া। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকার প্রথম দশে থাকে এই ধারাবাহিক। ঋদ্ধিমান আর খড়ির ঝগড়া হোক বা প্রেম- দর্শকদের সবই পছন্দ।

‘গাঁটছড়া’ শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি। এই অল্প সময়ের মধ্যেই নিজেদের রসায়নের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ঋদ্ধি আর খড়ি। এই দুই চরিত্রেই অভিনয় করছেন উত্তম কুমারের নাতি গৌরব (Gourab Chatterjee) এবং ছোট পর্দার মেঘলা তথা শোলাঙ্কি (Solanki Roy)।

   

Gaatchora

সম্প্রতি এই দুই তারকার পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শকদের। প্রিয় ঋদ্ধি আর খড়ির রোম্যান্টিক পারফরম্যান্স দেখে চোখ ফেরাতে পারছেন না তাঁরা। তবে জানিয়ে রাখা প্রয়োজন, ‘গাঁটছড়া’য় নয়, টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২২’এর মঞ্চে দুই তারকার মিষ্টি পারফরম্যান্স দেখা গিয়েছে। সম্প্রতি এক ফ্যান পেজ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘চম্পা চামেলি গোলাপেরই বাগে’ গানে পারফর্ম করেছেন গৌরব এবং শোলাঙ্কি। যা দেখে অনুরাগীরা বলছেন, এ যেন উত্তম কুমার আর সুচিত্রা সেনের জুটি। মহানায়ক আর মহানায়িকাই যেন পারফর্ম করছেন।

চলতি বছরই প্রয়াত হয়েছেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। ফেব্রুয়ারি মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ভারতবিখ্যাত এই গায়িকাকে সম্মান জানাতেই তাঁর এবং মান্না দে’র গাওয়া এই জনপ্রিয় গানে পারফর্ম করেন গৌরব এবং শোলাঙ্কি। তবে জানিয়ে রাখা প্রয়োজন, দর্শক ঋদ্ধি-খড়িকে উত্তম-সুচিত্রার সঙ্গে তুলনা করলেও, আসলে এই গানে পারফর্ম করেছিলেন উত্তম কুমার এবং তনুজা।

সামাজিক মাধ্যমে ঋদ্ধি-খড়ির পারফরম্যান্সের ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, দর্শক আসনে বসে রয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানের তালে তালে মুখ্যমন্ত্রীকে মাথা দোলাতে এবং হাতে তাল রাখতেও দেখা যায়।

ঋদ্ধি-খড়ির এই রোম্যান্টিক পারফরম্যান্সের ভিডিওয় কমেন্ট করে এক অনুরাগী লিখেছেন, ‘উত্তম কুমারের নাতিকে পুরো উত্তম কুমারের মতোই লাগছে’। আর এক নেটাগরিক আবার লিখেছেন, ‘উত্তম-সুচিত্রা। খড়ির হাসিটা অসাধারণ লাগছিল’।