• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড় খবর: বিশ্বজুড়ে বন্ধ হয়ে গেল Youtube, play store, Google Pay ভোগান্তিতে নেট দুনিয়া

বিশ্বের সবচাইতে জনপ্রিয় অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট গুগল (Google), জিমেল (Gmail) ও ইউটিউব (Youtube)। কিন্তু আশ্চর্যজনকভাবে তিনটি জনপ্রিয় ইন্টারনেট অ্যাপ্লিকেশন ও তাদের ওয়েবসাইটই বন্ধ রয়েছে বেশ কিছুক্ষন ধরে। ডাউন টাইম ডিটেকক্টর অনুসারে, সমস্যাটি শুরু হয়েছে  11:56 GMT থেকে। আচমকাই এই তিনটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন একসাথে বন্ধ হয়ে পড়ায় উদ্বেগের রয়েছে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীরা।

   

গুগলের তরফে এখনও এই বিষয়ে মন্তব্য আসেনি। তবে, যেমনটা জানা যাচ্ছে ইউটিউব ব্যবহারকারীদের থেকে। তাতে ৫৪% বলেছেন যে তারা ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারছেন না, ৪২% ভিডিও দেখতে পেলেন না এবং ৩% লগ-ইন করার জন্য লড়াই করে যাচ্ছেন।এছাড়াও প্রভাবিত পরিষেবাদিগুলির মধ্যে ইউটিউব, গুগল, গুগল মেট, গুগল হ্যাঙ্গআউট, গুগল প্লে এবং জিমেইল অন্তর্ভুক্ত রয়েছেন।’

গুগলের এই জনপ্রিয় সার্ভিস গুলি বন্ধ হওয়ায় একজন ব্যবহারকারী বলেছেন “জিমেইল, গুগল ড্রাইভ এবং ইউটিউব একসাথে ডাউন হয়ে যাওয়ার কথা নয়। হয়তো গুগল (Google ) টাওয়ারে কিছু সমস্যা হয়েছে।

অনেকেই সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞাসা করছেন শুধু কি তারই এই সমস্যা হচ্ছে নাকি বাকিরাও একই রখম সমস্যার সম্মুখীন হচ্ছেন।