• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা ইমরান হাশমি ও মা সানি লিওন, বছর কুড়ির পড়ুয়ার আইডি কার্ড দেখে চক্ষু চড়কগাছ সকলের

সম্প্রতি নেট-দুনিয়ায় ভাইরাল হয়েছে মুজাফফরপুরের এক কলেজ পড়ুয়ার আইডি কার্ডের ছবি। আইডি কার্ডের বিবরণ দেখে চক্ষু চড়কগাছ ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। জানা গেছে, কুন্দন কুমার নামক ওই ছাত্র ধনরাজ মাহাতো ডিগ্রি কলেজের কলা বিভাগের স্নাতকোত্তর পাঠ্যক্রমের পড়ুয়া।

আইডি কার্ডের স্ক্রিনশটে দেখা যাচ্ছে, কুন্দন নিজের বাবার নামের জায়গায় লিখেছে খ্যাতনামা অভিনেতা ইমরান হাশমির নাম, অন্যদিকে মায়ের নামের জায়গায় উল্লেখ করেছে অভিনেত্রী সানি লিওনের নাম। স্বাভাবিকভাবেই কুন্দনের কাণ্ডে হাসির রোল উঠেছে নেটিজেনমহলে। যদিও কর্তৃপক্ষের মূল্যবান সময় নষ্ট করার অপরাধে অনেকেই কুন্দনের যথাযোগ্য শাস্তির দাবি তুলেছেন।

   

শুধু এটুকুতেই থেমে থাকেনি কুন্দন। মায়ের ঠিকানার জায়গায় সে চতুর্ভূজ স্থানের কথা উল্লেখ করেছে, যা বিহারের একটি রেডলাইট ক্ষেত্র। জানা গেছে, কলেজের দ্বিতীয় বর্ষের ফর্ম ভরার সময়ে নিতান্তই ‘মজা’-র জন্য কুন্দন এমন কাজ করে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নির্ণায়ক অফিসার ডঃ মনোজ কুমার জানিয়েছেন, “এমতাবস্থায় এরকম ফর্ম বাতিল বলে গণ্য হবে। এইবারের সব ফর্ম পরীক্ষার্থীরা নিজেরাই অনলাইনে পূরণ করেছেন। ফলে ভুল হওয়ার সম্ভাবনাই নেই।”

স্বাভাবিকভাবেই কুন্দনের দাবি সরাসরি অস্বীকার করেছেন অভিনেতা। বেশ মজা করেই ইমরান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “আমি নিশ্চিত যে এটা আমার ছেলে নয়।” অন্যদিকে সানি লিওন এ বিষয়ে কোনোরকম মন্তব্য করেননি, ফলে এমন ঘটনাকে যে পাত্তা দেন না সানি, তা যথেষ্ট স্পষ্ট। পরীক্ষার ফর্ম ভরার সময়ে অনেকে অনেকরকম ভুল করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যায়, তবে ইমরান ও সানির এই ‘ভাইরাল’ সন্তান যে অন্তত পরীক্ষায় বসতে পারবে না, তা মুখের উপরেই বলে দিয়েছেন বিশ্ববিদ্যালয় আধিকারিকরা।