• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উচিৎ শিক্ষা! মাস্ক না পরে বেরোলেই জুটছে টমাটো আর পটলের মালা, ভাইরাল ভিডিও

অসচেতনতার কারণেই করোনার প্রথম প্রকোপ কাটিয়ে উঠতে না উঠতেই দেশে আছড়ে পড়েছে অতিমারীর দ্বিতীয় ঢেউ। ইতিমধ্যেই সারাদেশে দেখা দিয়েছে অক্সিজেনের আকাল, বেডের জন্য হাহাকার। রোজই রেকর্ড গড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কিন্তু তাও যেন টনক নড়ছেনা কিছু মানুষের।

এই সংক্রমক ব্যধি আটকাতে এখন বাধ্যতামূলক ভাবে ব্যবহার করা উচিৎ মাস্ক৷ কিন্তু কে শোনে কার কথা! রাস্তায় বেরোলেই দেদার চোখে পড়বে মাস্কহীন জনগণকে৷ কেউ মাস্ক রাখছেন পকেটে, তো কেউ বা ঝোলাচ্ছেন থুতনিতে, কেউ বা পরারই প্রয়জোন মনে করছেন না। পুলিশের বাটাম, চোখ রাঙানি, ভালো কথাতেও আর কাজ হচ্ছেনা। তাই এবার মানুষকে সচেতন করতে নতুন পন্থা অবলম্বন করল একদল সচেতন মানুষ।

   

এখনও পর্যন্ত বাঙালির সব চলে গেলেও যেটা রয়ে গেয়েছে সেটা হল ‘আত্মসম্মান’ বা ‘ভাবাবেগ’, তাই ভালো কথায় কাজ না হলে আঙুল তো ব্যাঁকাতেই হয়। বারুইপুরের চম্পাহাটি বাজারে তাই মাস্কহীন লোক দেখলেই আগে পরানো হচ্ছে পটল আর টম্যাটোর মালা, তারপর তাকে বিনামূল্যে দেওয়া হচ্ছে নতুন মাস্ক।

ইতিমধ্যেই এই ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অসচেতন জনগণকে উচিৎ শিক্ষা দেওয়ার এই দাওয়াই বেশ মনে ধরেছে নেটিজেনদেরও। ভলেন্টিয়াররা বলছেন ‘এই পটলের মালা না পরলে পটল তুলতে হবে’, তাই আগে শাস্তি হিসেবে পরানো হচ্ছে পটলের মালা, তারপর তাকে দেওয়া হচ্ছে নতুন মাস্ক। এরপরেও যদি জনগণের ঘুম না ভাঙে, তবে বোধহয় ভারত আবার জগত সভায় ‘মৃত্যু এবং আক্রান্তের’ নিরিখে শ্রেষ্ঠ আসনই নেবে।