• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোশ্যাল নেটওয়ার্কের সাথে ইলেক্ট্রনিক বাজার দখল করতে শীঘ্রই লঞ্চ হতে পারে Facebook Smart Watch

সোশ্যাল নেটওয়ার্কিং বলতে সবার আগে যেটা মাথায় আসে সেটা  হল ফেসবুক। ছোট থেকে বড় সকলেই আজ ইন্টারনেটে মগ্ন হয়ে থাকেন। আর ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ার মধ্যে সর্বাধিক জনপ্রিয়দের মধ্যে অন্যতম হল ফেসবুক। প্রতিদিন গোটা পৃথিবীর অগণিত মানুষ এটি ব্যবহার করেন।

এবার ইন্টারনেটে তো বটেই গ্রাহকদের কাছেও পৌঁছে যেতে চাইছে ফেসবুক। কি বুঝলেন না? তাহলে বলি শুনুন শীঘ্রই বাজারে আসতে চলেছে Facebook Smart Watch। অর্থাৎ ইলেক্ট্রনিক্স জগতে প্রবেশ করতে চলেছে সোশ্যাল নেটওয়ার্কিং এর রাজা ফেসবুক।

   

ফেসবুক স্মার্ট ওয়াচ Facebook Smart Watch

আসলে বর্তমানে সকলেই নিজের শরীরের খেয়াল রাখা থেকে শুরু করে নানান সুবিধার জন্য স্মার্ট ব্যান্ড তথা স্মার্ট ওয়াচ ব্যবহার শুরু করেছেন। আর সেই সাথেই ব্যাপক হরে চাহিদা বেড়েছে স্মার্ট ব্যান্ড তথা ওয়াচগুলির। প্রথমে স্মার্ট ব্যান্ড বলতে রেডমি ব্যান্ডকেই বুঝতো সকলে কিন্তু ইদানিং অনেকেই এই স্মার্ট ব্যান্ড ও ওয়াচের জগতে পা রেখেছে।

Realme, Oppo, Noise ইত্যাদি ইলেক্ট্রনিক ম্যানুফ্যাকচাররাও স্মার্ট ব্যান্ড ও ওয়াচ তৈরী করছে। তাই এবার এই দৌড়ে সামিল হচ্ছে Facebook ও। যেমনটা জানা যাচ্ছে বাকি স্মার্টওয়াচগুলির মত এতেও হার্টরেট মনিটর থেকে শুরু করে যাবতীয় সুবিধা থাকবে। এমনকি রক্তের O2 মাত্রা পরিমাপের জন্য SpO2 সেন্সর থাকবে এই স্মার্ট ওয়াচে।

প্রতিটি স্মার্ট ব্যান্ড কোম্পানিই নিজেদের মত করে একটি ওএস ব্যবহার করে। আর ফেসবুক ওয়াচের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। ফেসবুক ও গুগল মাইল একটি নিজস্ব WearOS তৈরী করবে এই বিশেষ স্মার্ট ওয়াচগুলির জন্য। তবে নতুন এই স্মার্ট ওয়াচের স্পেসিফিকেশন যেমন হার্ডওয়্যার সন্মন্ধে তেমন কোনো তথ্য জানা যায়নি। এখন শুধু অপেক্ষা অফিসিয়াল ঘোষণার।