• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্ত্রী যেন সাক্ষাৎ দূর্গা! সবার বাঙালি বৌ হওয়া উচিত, হাসি মুখেই জানালেন বাংলার জামাই রাজকুমার

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির জনপ্রিয় সেলিব্রেটি জুটি হলেন রাজকুমার রাও এবং পত্রলেখা পাল। দীর্ঘ ১১ বছরের সম্পর্ককে পরিণতি দিয়ে গত বছরের ১৫ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন বলিউডের জনপ্রিয় এই লাভ বার্ডস। বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল এই সেলিব্রেটি জুটির বিয়ের ছবি। দেখতে দেখতে এরই মধ্যে পেরিয়ে গিয়েছে তাদের বিয়ের একবছর।

এরইমধ্যে সম্প্রতি নভেম্বরের শীতে কলকাতা ঘুরে গেলেন জুটিতে দুটিতে। এদিনই প্রথমবার একসাথে র‌্যাম্পে হাঁটলেন রাজকুমার (Rajkumar) আর পত্রলেখা (Patralekha)। এদিন তাঁরা দুজনেই পরেছিলেন শান্তনু-নিখিলের পোশাক। একদিকে রাজকুমার রাওয়ের পরণে ছিল ঘিয়েরঙা ফ্রেঞ্চ কোট আর ভেতরে লাল সোয়েটার। অন্যদিকে পত্রলেখা পরেছিলেন টিউনিক ধাঁচের নীল-সাদা ড্রেপিং। এদিন তাদের সাথেই দেখা মেলে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের। র‌্যাম্পে হাঁটার পর এদিন আনন্দবাজার অনলাইনের তরফে তাদের একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল।
বলিউড,Bollywood,রাজকুমার,Rajkumar,পত্রলেখা,Patralekha,বাঙালি বৌ,Bengali Wife,প্রশংসা,Praise
সেই সাক্ষাৎকারের ভিডিওটিতে স্পষ্ট বাংলা উচ্চারণে কথা বলতে দেখা গেল বাংলার জামাই রাজকুমার রাওকে। দীর্ঘদিনের সম্পর্ক এবং তারপর বিয়ে এই সময় টা নেহাত কম নয়। তাই এই কয়েক বছরে কাছের মানুষ পত্রলেখার কাছ থেকে ইতিমধ্যে বেশ ভালোই বাংলা শিখেছেন রাজকুমার। এদিন তিনি স্পষ্ট উচ্চারণে বলেছেন ‘আমি কিন্তু বাংলা বুঝি এবং বাংলায় কথা বলতে পারি। হাজার হোক আমি বাংলার জামাই! আমার বৌ পত্রলেখা সব শিখিয়ে দিচ্ছে।’
বলিউড,Bollywood,রাজকুমার,Rajkumar,পত্রলেখা,Patralekha,বাঙালি বৌ,Bengali Wife,প্রশংসা,Praise
শুধু তাই নয় এদিন বৌ পত্রলেখার প্রশংসায় পঞ্চমুখ রাজকুমার বলেন, ‘আমি চাইব সব পুরুষের যেন বাঙালি বৌ (Bengali Wife) হয়। আমার বাড়িতে পত্রলেখা স্বয়ং মা দুর্গা হয়ে এসেছে। দেখুন অমিতাভ বচ্চনেরও কিন্তু বাঙালি বৌ।’ হ্যান্ডসাম বরের মুখে নিজের  প্রশংসা (Praise) শুনে লজ্জায় লাল হয়ে যায় পত্রলেখা। এছাড়া এদিন রাজকুমার জানান কলকাতায় আসতে সবসময়ই তার ভালো লাগে।

 

   

বিয়ের পর পর কলকাতায় আসায় আগের বার সবাই তাকে ‘জামাই জামাই’ বলে ডেকেছিলেন। এদিন সকলের সাথে সেই অভিজ্ঞতার কোথাও স্বীকার করে নেন অভিনেতা। এরপর যখন তিনি জানতে পারেন স্বয়ং বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকেও ‘বাংলার জামাই’ বলে ডাকা হয় তখন রাজকুমারের মুখের হাসি যেন দ্বিগুণ চওড়া হয়ে যায়।