• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাদায় ভরা পিচ্ছিল খাদে আটকে পড়া হাতিকে উদ্ধারে ভিডিও ভাইরাল হতেই প্রশংসার ঝড় নেটপাড়ায়

‘হাতি মেরা সাথী’ ছোট বেলায় এই কথাটা শুনেছেন নিশ্চই। আসলে হাতি (Elephant) কিন্তু মানুষের খুব ভালো বন্ধু। হাতি আর মানুষের বন্ধুত্ব নিয়ে ইতিমধ্যেই অনেক ছবি তৈরী হয়েছে। তবে সম্প্রতি খাদে আটকে পড়া এক হাতিকে উদ্ধারে নামল কিছু মানুষ। JCB দিয়ে বেশ কিছুক্ষনের চেষ্টায় উদ্ধার করা হয়েছে হাতিটিকে। সেই ভিডিওই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল (Viral Video) হয়ে পড়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কাদামাখা এক খাদে আটকে পড়েছে এক হাতি। সে অনেক চেষ্টা করেও সেখান থেকে উঠে বেরোতে পারছে না। রীতিমত শুয়ে পরে প্রাণপন চেষ্টা করেও ওপরে উঠতে ব্যর্থ হয়েছে হাতিটি। এমন সময়েই হাতিটিকে উদ্ধার করতে জেসিবি নিয়ে হাজির হয়েছেন কিছু মানুষ।

   

Elephant rescue with JCB Viral Video

যেমনটা জানা যাচ্ছে ঘটনাটি এই সপ্তাহের শুরুর দিকের কুর্গের ঘটনা। সেখানে হাতিটি আটক পরে যায় পিচ্ছিল এই খাদের মধ্যে। তারপর হাতিটিকে খাদ থেকে বের করার জন্য জিসিবি নিয়ে পেছন থেকে সাপোর্ট দিয়ে ঠেলে ওপরে তোলা হয়। যার ফলে সহজেই হাতিটি ওপরে উঠে পড়ে।

Elephant Rescue with JCB Viral Video,ভাইরাল ভিডিও,হাতি,Viral Video,Elephant,Elephant Rescue

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক কর্মকর্তা সুধা রামেন এই ভিডিওটি নিজের টুইটার প্রোফাইল থেকে শেয়ার করেছেন। যা শেয়ার হবার পর থেকে ইতিমধ্যেই ১ মিলিয়নেরও অধিক ভিউ পেয়ে গিয়েছে। ভিডিও দেখে হাতিকে উদ্ধার করার জন্য অনেকেই ধন্যবাদ জানিয়েছে সেখানে উপস্থিত সকল লোকজনকে। তবে ভিডিওটির শেষ দিকে দেখা যাচ্ছে হাতিটিকে উদ্দেশ্য করে কিছু বোমা ফাটানো হচ্ছে। সেগুলি ফাটার আওয়াজ ও ফাটার পর ধোঁয়াও দেখা গেছে।

হাতিটিকে উদ্দেশ্য করে এমন বাজি বা বোমা ফাটানোর উদেশ্যও সুধা রামেন ভিডিওটির ক্যাপশনে লিখেছেন। তিনি লিখেছেন, প্রতিটি উদ্ধার কার্যই ভিন্ন ও খুবই চ্যালেঞ্জিং হয়। আর শেষে যে বোমা ফাটানো হচ্ছে সেটিয়াসলে হাতিটিকে জঙ্গলের দিকে ফেরত পাঠানোর জন্য। যাতে হাতিটি ভুল করে লোকালয়ের দিকে না চলে আসে সেই জন্য জঙ্গলের দিকে পাঠানোর জন্যই এই বাজি ফাটানো হয়েছে।