• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কতটা শিক্ষিত বলিউডের আগামী প্রজন্ম? রইল আরিয়ান থেকে সারা এই ৭ ষ্টারকিডদের শিক্ষাগত যোগ্যতা

বলিউডের (Bollywood) স্টারকিডদের বিষয়ে জানতে সাধারণ মানুষ সবসময়ই আগ্রহী থাকে। তারকা সন্তান হলেও তাঁদের ভক্তসংখ্যা কিন্তু তাক লাগানো। এই স্টারকিডদের (Star Kid) মধ্যে অনেকেই ইতিমধ্যে মা-বাবার দেখানো পথে হেঁটে বলিউডে ডেবিউ করে ফেলেছেন, অনেকে আবার শীঘ্রই করতে চলেছেন। আজকের প্রতিবেদনে বি টাউনের জনপ্রিয় ৭ তারকা সন্তানের শিক্ষাগত যোগ্যতার হদিশ দেওয়া হল।

আরিয়ান খান (Aryan Khan)- বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের ছেলে বলে কথা। আরিয়ান বারবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। মাদক মামলায় জড়ানো থেকে প্রেম জীবন- শাহরুখপুত্রকে নিয়ে কম চর্চা হয়নি। আরিয়ান লন্ডন ও সাদার্ন ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করেছেন। চারুকলা নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন তিনি। এছাড়াও টেলিভিশন প্রোডাকশন এবং সিনেম্যাটিক আর্টস নিয়েও পড়েছেন আরিয়ান।

   

Aryan Khan educational qualification

অনন্যা পাণ্ডে (Ananya Panday)- চাঙ্কি পাণ্ডের কন্যা প্রাথমিক স্তরের লেখাপড়া করেছেন ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুল থেকে। উচ্চমাধ্যমিক পাশ করার পর লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক হয়েছেন।

Ananya Panday educational qualification

নাইসা দেবগণ (Nysa Devgan)- অজয় দেবগণ এবং কাজলের মেয়ে নাইসা এখনও বলিউড ডেবিউ না করলেও তাঁকে নিয়ে চর্চা লেগেই থাকে। জানিয়ে রাখি, অজয় কন্যা সিঙ্গাপুরের গ্লিওন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে পড়াশোনা করেছেন। এরপর উচ্চশিক্ষার জন্য সুইৎজারল্যান্ডে গিয়েছেন।

Nysa Devgan educational qualification

নভ্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda)- অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা ফরডাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। ইউএক্স ডিজাইন এবং ডিজিটাল প্রযুক্তি নিয়ে লেখাপড়া করেছেন তিনি।

Navya Naveli Nanda educational qualification

সুহানা খান (Suhana Khan)- শাহরুখ খান নিজেই জানিয়েছিলেন, তাঁর মেয়ে অভিনয় দুনিয়ায় পা রাখার আগে পড়াশোনা সম্পূর্ণ করেছেন। এরপর ইংল্যান্ডের আর্ডিংলে কোলে এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অভিনয় নিয়ে কোর্স করেছেন।

Suhana Khan educational qualification

সারা আলি খান (Sara Ali Khan)- নবাব সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা উচ্চশিক্ষিতা। নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে স্নাতক হয়েছেন তিনি।

Sara Ali Khan educational qualification

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)- তালিকার সর্বশেষ নামটি হল শ্রীদেবী কন্যা জাহ্নবীর। জানিয়ে রাখি, ‘ধড়ক’ অভিনেত্রী মুম্বইয়ের ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুলের ছাত্রী ছিলেন।

Janhvi Kapoor educational qualification

এরপর লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের কোর্স করেছেন। সেই সময় লস অ্যাঞ্জেলসেই থাকতেন জাহ্নবী।