• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবছরের পুজোর ফ্যাশনে কী ইন,কী থাকছে ট্রেন্ডে, জেনে নিন

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর হাতে গোনা মাত্র কয়েক দিন বাকি। রূপচর্চা,মেকআপ, হেয়ার স্টাইলের সাথে সাথে জেনে নিন এবার পূজার ফ্যাশনে ঠিক কি কি রয়েছে। এবছরের পূজোর ফ্যাশনের অন্যতম পার্ট হলো মাস্ক।ড্রেস যাই হোক না কেন, মুখে মানানসই মাক্স নিতে ভুলবেন না যেন

শাড়ি

   

যতধরণের পোশাক বা ফ্যাশনই আসুক না কেন পুজোর বাজারে শাড়ি থাকবে না তা কি হয়? তাই সবদিন না হলেও একদিন তো অন্তত শাড়ি পড়তেই হবে। তা সে শিফন হোক বা জর্জেট, ভারি শিল্প হোক বা ঢাকাই শাড়ি ছাড়া দুর্গা পুজো ভাবাই যায় না। শাড়ির সঙ্গে ব্লাউজ বা চোলিতে আনুন অভিনবত্ব। ব্যাক নট, স্লিভলেস, প্রিন্টেড মিক্স অ্যান্ড ম্যাচ, টি কলার নেক ব্লাউজ চলবে অনায়াসে ।

পালাজো

এবারে কিন্তু আনারকলি টলি আর না, বরং বাজার কাঁপাচ্ছে পালাজো ফ্যাশন। লং কুর্তি, ক্রপ টপ, শার্ট সবের সঙ্গেই পালাজো এখন হাই ফ্যাশন স্টেটমেন্ট। তাই একরঙা হোক বা ফ্লোরাল প্রিন্ট, কিংবা অ্যাবস্ট্রাক্ট মোটিভের কাজ এবারের পুজো ফ্যাশনে কিন্তু পালাজো থাকা চাই ই চাই।

স্কার্ট

প্রত্যেক বছরই কম বেশি স্কার্ট চলে পুজোর ফ্যাশনে। তবে এবার কিন্তু স্কার্ট একেবারে হিট। শর্ট হোক বা লং, স্ট্রেট কাট হোক বা ফ্লেয়ার সঙ্গে মানানসই মিক্স অ্য়ান্ড ম্যাচ টপ দিয়ে পরুন। সঙ্গে মানানসই গয়না ব্যস আপনার থেকে ছেলেদের চোখ সরে যায় কোথায়।

লহেঙ্গা চোলি

বহু ধরনের লহেঙ্গা বাজারে রয়েছে। শুধু বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি নয়, এবারে লহেঙ্গা চোলি হিট পুজোর মণ্ডপেও। উজ্জ্বল রংয়ের লহেঙ্গা চোলি আর ভারি গয়না আপনার অষ্টমীর রাতের আইডিয়াল সাজ হতে পারে।

রিপড জিনস

পুজোতে একদিন জিনস চলতেই পারে, মেয়েরা নিজের পছন্দের ক্রভ টপ এর সঙ্গে অথবা নিজের পছন্দমত অফ শোল্ডার টপ এর সঙ্গে রিপড জিনস পড়লে একদম পারফেক্ট দেখাবে।

ছেলেদের ফ্যাশন

ছেলেদের ক্ষেত্রে জেমস এবং স্টাইলিশ টি-শার্ট অথবা এক কালারের ফুলস্লিভ টি-শার্ট বেশ ভালো যাবে।মুখে অবশ্যই মানানসই মাস্ক।