• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জানেন কি ভূত চতুর্দশীর দিন কেন খেতে হয় চৌদ্দ শাক

এক মায়ের যেতে যেতেই আরেক মায়ের আগমনের জন্য অপেক্ষা। হাতে গোনা আর কয়েকদিন পরেই কালীপূজো।কালী পুজো মানেই মর্তে আগমন ভূত-প্রেতের। বিশ্বাস করা হয়, ভূত চতুর্দশীর দিন পূর্বপুরুষের আত্মারা নেমে আসেন পৃথিবীতে।

তাই তাদের আত্মা ও বাকিদের আত্মাকে সন্তুষ্ট করতে খেতে হয় চৌদ্দ শাক। আসলে ভূত চতুর্দশী অর্থাৎ অশুভ শক্তিকে দূর করার দিন। আর এই 14 টি শাকের নানা রকম ঔষধি গুণ রয়েছে। সে কারণেই ভূত চতুর্দশীর দুম অশুভ শক্তির সাথে সাথে এই চৌদ্দ শাক খেয়ে কাটিয়ে ফেলতে হয় শরীরের সব রোগ।

   

ওল, কেঁউ, বেথুয়া, কালাকাসুন্দি, নিম, সর্ষে,শালিঞ্চা,গুলঞ্চ,জয়ন্তী, পটল গাছের পাতা,ঘেটু, হিঞ্চপ,শুষনি, ও শুলফা শাক মিলে তৈরী হয় চোদ্দ শাক। এই চৌদ্দ শাকের প্রতিটার রয়েছে বিশেষ স্বাস্থ্যগুণ। প্রত্যেকটি শাক শরীরের নানান রকম রোগ সারাতে সহায়ক।

আসলে ভূত চতুর্দশী অশুভ শক্তিকে দূরে করার দিন। এই 14 টি শাক সারা বছর পাওয়া যায় না কিন্তু কালীপুজোর আগে বাজারে অতি সহজেই পাওয়া যায় চৌদ্দ শাক। 14 রকমের শাক একসঙ্গে আঁটি বেঁধে বিক্রি করা হয়। যে কোনও ফোড়ন বা কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন-শুকনোলঙ্কা, দিয়ে ভেজে নিতে পারেন চোদ্দ শাক।