• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্রিকেট ছেড়ে গোরু পুষে রমরমা দুধের ব্যবসা করছেন মহেন্দ্র সিং ধোনি! দুধের দাম শুনলে মাথা ঘুরবে

ভারতীয় ক্রিকেট টিমের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ক্রিকেটের জগতে ধোনির জনপ্রিয়তা প্রচুর। কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও মেজাজ না হারিয়ে একেবারে ঠান্ডা মাথায় কাজ করেন তিনি। যার কারণে ক্যাপ্টেন কুল (Captain Kool) খেতাব পেয়েছেন এম এস ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকেই ইতিমধ্যেই অবসর নিয়েছেন তিনি। তবে এখনো চালিয়ে যাচ্ছেন খেলা।

অনেক দিনই জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তিনি৷ মাঝেমধ্যে আইপিএলে খেলতে দেখা যায়। অবসর সময়ে নিজের ফার্ম হাউসে টুকটাক চাষবাস নিয়েও থাকেন মাহি। শুধু চাষবাসই নয় সেখান থেকে রীতিমতো জমিয়ে ব্যবসাও পেতে ফেলেছেন মাহি।

   

dhoni,cow,business,mahendra singh dhoni,milk

প্রায়শই তার নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কৃষিকাজের পাশাপাশি এখন জমিয়ে গোরু প্রতিপালন করছেন ধোনি। তাই ব্যবসাতেও সে যথেষ্ট সফল। জানা যায়, তার চ‍্যামব ফার্ম হাউসে বিভিন্ন জাতের ১৫০টি গরু রয়েছে। তাদের থেকে রোজ ৫০০ লিটার দুধ বিক্রি করেন প্রাক্তন অধিনায়ক।

তার এই দুধ প্রতিপালন শিল্পের ম্যানেজার জানান তাদের দুধের কোয়ালিটি খুবই ভালো। এবং এই দুধ গোটা দেশের ৩ টি বড় বড় ডেয়ারিতে সাপ্লাই দেওয়া হয়। এই তিন ধরণের দুধের দাম নিয়েও জানান ওই ম্যানেজার। তিনি জানান প্রথম দুপ্রকার দুধের দাম প্রতি লিটার ৫৫ টাকা, এবং ৯০ টাকা৷ এই ধরনের গাভী সাহীওয়াল জাতের। আরেক ধরণের দুধ হয় যা প্রতি লিটার ১৩০ টাকা। এই দুধ গুজরাতে পাওয়া যায়।

dhoni,cow,business,mahendra singh dhoni,milk

জৈব চাষে অনেকদিন থেকেই উৎসাহ ধোনির৷ নিজের ফার্ম হাউজে অন্যান্য শাক সবজী চাষ করতেন তিনি। পাশেই এক বিশেষ মুরগির ফার্ম ও তৈরি করেছেন ধোনি। জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার মুরগি চাষী বিনোদ মেন্দাকে ২০০০টি কদকনাথ মুরগির অর্ডার দিয়েছেন স্বয়ং ধোনি। রাঁচিতে ধোনির খামার বাড়িতেই হবে এর চাষ।