• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফুটবল পায়ে ব্রিটিশদের চোখে চোখ রেখে দেশের জন্য খেললেন দেব! প্রকাশ্যে গোলোন্দাজের টিজার

‘তোমার খেলায় তোমাকেই হারাব’! ব্রিটিশদের চোখে চোখ রেখে, এক বুক জেদ আর পায়ে ফুটবল নিয়ে বলেছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী (Nagendraprasad sarbadhikary)। আর সেই কালজয়ী মহানায়কের গল্পই বলবে দেব (Dev) অভিনীত ছবি ‘গোলন্দাজ’ (GolonDaaj)। বাঙালির নববর্ষের দিনই মুক্তি পেল বহু প্রতীক্ষিত এই ছবির টিজার। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় দেবকে দেখে দর্শকদের কৌতুহল ইতিমধ্যেই বেড়ে গিয়েছে আরও কয়েকগুণ।

এতদিন পর্যন্ত কমার্সিয়াল ছবিতে নায়কের ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতাকে। কিন্তু এবার তিনি সম্পূর্ণ ছক ভাঙা চরিত্রে, অন্য লুকে আসছেন পর্দায়। গানেই বলা আছে, “সব খেলার সেরা বাঙালির তুমি, ফুটবল”। সেই বাঙালির প্রিয় খেলার স্বর্ণযুগের গল্প বলতে পায়ে ফুটবল নিয়ে মাঠে নামলেন অভিনেতা দেব।

   

ফুটবল,গোলন্দাজ,দেব,ধ্রুব বন্দোপাধ্যায়,ননগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী,টলিউড,পয়লা বৈশাখ,Football,golondaaj,Dev,Tollywood,Nagendraprasad Sarbadhikary

ভারতীয় দের কাছে ফুটবলের প্রথম পরিচয় করিয়েছিলেন নগেন্দ্রপ্রসাদই। এবার তারই বায়োপিকে অভিনয় করছেন দেব। দেব ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অনির্বা, ইশা সাহা, ইন্দ্রাশিষ রায়। ছবির পরিচালনাতে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

ফুটবল,গোলন্দাজ,দেব,ধ্রুব বন্দোপাধ্যায়,ননগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী,টলিউড,পয়লা বৈশাখ,Football,golondaaj,Dev,Tollywood,Nagendraprasad Sarbadhikary

কালের নিয়মে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া হার না না মানা, লড়াইয়ের গল্প, জেদের গল্প গোলন্দাজ। ছবিতে অভিনয় করার জন্য নিজেকে অনেক গড়ে পিঠে নিয়েছেন অভিনেতা। কায়দা রপ্ত করতে ভাইচুং ভুটিয়ার থেকে প্রশিক্ষণও নেন অভিনেতা। এখন কেবল ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন দর্শককূল।