• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপেক্ষার অবসান! ‘দেশের মাটি’-র নোয়া ফিরছেন নতুন রূপে, অনুরাগীদের নিজেই সুখবর দিলেন শ্রুতি

বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী হলেন শ্রুতি দাস (Shruti Das)। আজ থেকে তিন বছর আগে ২০১৯ সালে জি বাংলায় ‘ত্রিনয়নী’ (Trinayoni) ধারাবাহিক থেকেই অভিনয় জীবনের শুরু করেছিলেন শ্রুতি। এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর শ্রুতি সুযোগ পেয়ে যান স্টার জলসার পর্দায় নতুন সিরিয়াল ‘দেশের মাটি’-তে অভিনয় করার।

সেসময় অত্যন্ত দাপটের সাথে অভিনয় করেছিলেন পরপর দুটো সিরিয়ালে।আর দুটোতেই সুযোগ পেয়েছিলেন মুখ্য চরিত্রে। কিন্তু আশ্চর্যের বিষয় প্রায় এক বছর হতে চলল শেষ হয়ে গিয়েছে দেশের মাটি। তারপর থেকে এতদিন কোন কাজ ছিল না শ্রুতির হাতে। একটা সময়  দিনের পর দিন বিভিন্ন জায়গায় অডিশন দিয়েও কোথাও পছন্দের কাজ পাননি অভিনেত্রী।

   

শ্রুতি দাস,Shruti Das,কালার্স বাংলা,Colors Bangla,দেবী কালী,Devi Kali

কিন্তু জীবনের সেই খারাপ দিনগুলোতেও অভিনেত্রী বিশ্বাস করতেন তিনি আবার ফিরে আসবেন নতুন কোন না কোন চরিত্রে। সেই স্বপ্নকে সত্যি করেই এবার কালার্স বাংলার (Colors Bangla) নতুন প্রজেক্ট -এর অংশ হতে চলেছেন শ্রুতি। তবে কোন সিরিয়ালে নয় অভিনেত্রী ফিরছেন, তবে দেবী রূপে। হ্যাঁ ঠিকই ধরেছেন মহালয়ার ভোরে দেবী রূপে ফিরছেন অভিনেত্রী।

শ্রুতি দাস,Shruti Das,কালার্স বাংলা,Colors Bangla,দেবী কালী,Devi Kali

আজই কালার্স বাংলার তরফে দেবী দশমহাবিদ্যার নতুন একটি  টিজার শেয়ার করা হয়েছে। সেখানে আদ্যাশক্তি মহামায়ার দশ রূপের মধ্যে দেবী কালী (Devi Kali) রূপে ধরা দিতে চলেছেন অভিনেত্রী। একটা সময় এই গায়ের রং নিয়ে অসংখ্য মানুষের কটাক্ষের মুখে পড়েছিলেন শ্রুতি। তার জন্য থানা পুলিশ পর্যন্ত করেছিলেন অভিনেত্রী।

শ্রুতি দাস,Shruti Das,কালার্স বাংলা,Colors Bangla,দেবী কালী,Devi Kali

আর এবার মহালয়ার পুণ্যলগ্নে তাকেই দেবী কালী রূপে দেখতে পাবেন দর্শক। সোশ্যাল মিডিয়ায় এই টিজারের ঝলক শেয়ার করে নিয়েছেন শ্রুতি নিজেও। কমেন্ট সেকশনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীর অসংখ্য অনুরাগী।তবে সমালোচনা করার মানুষও তো নেহাত কম নেই।  পাতাল ফুঁড়ে অন্যান্য দেবীদের বেরোতে দেখে হাসির রোল উঠেছে নেট পাড়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)


কটাক্ষ করে একজন কমেন্ট সেকশনে  লিখেছেন ‘শুনেছিলাম দশ দিকে দশ মহাবিদ্যার আবির্ভাব ঘটেছিল। কিন্তু আজ দেখলাম পাতাল থেকে একে একে সব দেবীর উত্থান ঘটলো। তবে কি এটাই নতুনত্বের ছোঁয়া?’ প্রসঙ্গত এবারে কালার্স বাংলার মহালয়ায় দেবী দুর্গার রূপে দেখা যাবে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তাকে দশভুজা রূপে দেখার পর থেকে ট্রোলিংয়ে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। কেউ লিখেছেন  ‘ইনি বিনি টাপাটিনি দুর্গা’ , আবার কেউ লিখেছেন ‘বয়স্ক দুর্গা, একেবারে জঘন্য লাগছে’।