• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রথটানা থেকে জিলিপী-পাঁপড়! ডান্স বাংলা ডান্সের মঞ্চে নাচের মাধ্যমেই হল জগন্নাথের আরাধনা

সন্ধ্যা নামলেই টিভির পর্দায় শুরু হয় বিনোদনের পর্ব। সারাদিনের কাজের শেষে বাড়ির মহিলা থেকে শুরু করে পুরুষেরা নিজেদের বিনোদনের খিদে মেটাতে হাজির হয়ে যান ছোট পর্দার সামনে। বিনোদন বলতে যে শুধুমাত্র সিরিয়াল তা কিন্তু একেবারেই নয়। সিরিয়ালের পাশাপাশি রয়েছে নানান রিয়্যালিটি শো। বাংলার এমনই একটি জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো হল ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dacne)।

সারা বাংলার নানান প্রান্ত থেকে প্রতিযোগীরা এখানে এসে হাজির হন আর প্রতিবছর অসাধারণ ট্যালেন্টের অধিকারী সমস্ত প্রতিযোগীরা নিজেদের ভাগ্য পরীক্ষা করতে হাজির হয়েছে এই মঞ্চে। আর তাদের নাচের খুঁটিনাটি বিচার করতে হাজির সেলেব্রিটি বিচারকেরা। যেখানে আছেন জিৎ, শুভশ্রী গোবিন্দা থেকে শুরু করে দেবলীনা, ওম। তবে এবার নতুন চমক নিয়ে হাজির হয়েছে ডান্স বাংলা ডান্স।

   

ডান্স বান্ডল ডান্স Dance Bangla Dance Ratha Yatra Special

আগামীকাল রথযাত্রা। প্রতিবছর এই দিনে প্রতিটা পাড়ার মোড়ে মোড়ে ছোট থেকে বড় রথের দেখা মেলে বাচ্চা থেকে বড় সকলেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে রথে চাপিয়ে ভ্রমণে বেরোয়। কিন্তু এবছর মহামারীর কারণে সেটা আর হচ্ছে না। তবে টিভির পর্দায় ডান্স বাংলা ডান্সের মঞ্চেই দেখা যাবে রথযাত্রা। কিভাবে? আসলে অনুষ্ঠানে চলছে রথযাত্রা স্পেশাল পর্ব।

এই পর্বে রথযাত্রা নিয়েই দেখানো হবে একেরপর এক নাচ। অনুষ্ঠানের মঞ্চে হাজির হয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা। জগন্নাথের রথকে ঘিরেই চলেছে নাচের পারফর্মেন্স। এমন নাচের অনুষ্ঠান হয়তো আগে কখনোই হয়নি। ডান্স বাংলা ডান্সার এই অভিনব প্রচেষ্টার  একটি ট্রেলার ভিডিও ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে জি বাংলার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে।

ডান্স বান্ডল ডান্স Dance Bangla Dance Ratha Yatra Special

যেখানে প্রতিযোগী বিচারক থেকে শুরু করে সঞ্চালক সকলে মাইল রথ টানা থেকে শুরু করে রথের দিন পাঁপড় খাওয়া সবটাই দেখানো হয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এছাড়া দুর্দান্ত সমস্ত নাচের পারফর্মেন্স তো রয়েছেই। তবে সম্পূর্ণটা দেখতে হলে চোখ রাখতে হবে রাতের বেলায় টিভির পর্দায়।