• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেশে শীঘ্রই আসতে চলেছে করোনার ভ্যাকসিন, রাজ্যগুলিকে তৈরি থাকার নির্দেশ দিল কেন্দ্র

করোনা ভাইরাসের ত্রাসে গোটা বিশ্ব। প্রত্যেকটি দেশ এই সময়ে মরিয়া সফল করোনার ভ্যাকসিন আনার জন্য। দেশজুড়ে মোট করোনা সংক্রমিতের সংখ্যা 81 লক্ষের গন্ডিও ছাড়িয়েছে। এবং দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1 লক্ষ 21 হাজার 681 জন।

উৎসবের মরসুমে দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমনের।এই আতঙ্কের মাঝেই সুখবর দিল কেন্দ্রে। জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক চললে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুর দিকেই করোনার ভ্যাকসিন চলে আসবে দেশে। তারপর কয়েক মাসের মধ্যেই টিকাকরণের কাজ শুরু হয়ে যাবে।

   

কেন্দ্রের অনুমান শিগ্রহী এসে যাবে ভ্যাকসিন। সেই অনুমানের উপর ভিত্তি করেই রাজ্যগুলিকে তৈরি থাকতে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। ভারতীয় বেশ কয়েকটি সংস্থা আপাতত করোনার ভ্যাকসিন বানাচ্ছে। দেশে বিভিন্ন পর্যায়ে চলছে করোনা টিকা ট্রায়াল’।

অধিকাংশ ক্ষেত্রেই ভারতে সফল হচ্ছে ভ্যাকসিন গুলির পরীক্ষা। ইতিমধ্যেই টিকাকরণ নিয়ে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মোট তিনটি স্তরে এই কমিটি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিবের নেতৃত্বে থাকবে স্টেট স্টিয়ারিং কমিটি। এছাড়া অতিরিক্ত মুখ্য সচিব স্বাস্থ্য নেতৃত্বে থাকবে রাজ্যের টাস্কফোর্স। জেলাশাসকের নেতৃত্বে থাকবে জেলার টাস্কফোর্স।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, করোনার ভ্যাকসিন এসে গেলেই দ্রুত তা দেশের সব মানুষের কাছে পৌঁছে দিতে চায় কেন্দ্রীয় সরকার। এবং করোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর কেন্দ্র। দেশের প্রত্যেকটি মানুষ যেন ঠিকভাবে ভ্যাকসিন পায় তা দেখার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।