• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্ত মামলায় সিবিআই এর ফোকাসে ১৩ জুনের পার্টি। লাগতে পারে ধারা ৩০২

সুশান্ত সিং মামলায় এনসিবি ও সিবিআই উভয়েই তদন্ত চালিয়ে যাচ্ছে। সুশান্ত মামলায় মাদক যোগের পর থেকেই বড়সড় বলিউডের তারকাদের ঘুম উড়িয়েছে এনসিবি। এদিকে সিবিআই বর্তমানে ১৩ জুনে অনুষ্ঠিত পার্টির তদন্ত করতে চলেছে। বিজেপি মুম্বইয়ের সেক্রেটারি অ্যাডভোকেট বিবেকানন্দ গুপ্ত বলেন রিয়া চক্রবর্তী ১৩ তারিখ রাতে সুশান্তের সাথে দেখা করতে গিয়েছিলেন। প্রয়োজনে তার কাছে একটি প্রত্যদর্শী আছে  যে সিবিআই এর কাছে নিজের স্টেটমেন্ট দিতে প্রস্তুত।

প্রসঙ্গত, শনিবার থেকেই সুশান্ত মামলার তদন্তের দ্বিতীয় দফার তদন্ত শুরু হতে চলেছে। AIIMS এর তরফ থেকেও শনিবার একটি বিবৃতি প্রকাশ পাবার কথা। অন্যদিকে সিবিআই ডিরেক্টর সুশান্ত মামলায় ধারা ৩০২ চার্জ করার কথা বিবেচনা করে দেখতে পারেন।

   

অ্যাডভোকেট গুপ্ত আরো বলেন যে রিয়া সুশান্তের সাথে দেখা করার পরে সুশান্ত রিয়াকে রাত ২টোবা ৩টে নাগাদ বাড়ি ছেড়ে দিয়ে এসেছিল। এছাড়াও একজন করনি সেনা নেতা সুরজিৎ সিং রাঠোর এক সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি ১৩ তারিখ রাতে রিয়া ও সুশান্তকে একসাথে দেখেছেন পার্টি শেষ হবার পর। সিবিআই সুশান্ত তদন্তের দ্বিতীয় ভাগ শুরু করতে চলেছে , সুশান্তের ফ্লাটমেট সিদ্ধার্থ পাঠানিকে সিবিআই তলব করেছে সম্ভাব্য প্রত্যদর্শী হিসাবে তার বক্তব্য রেকর্ড করার জন্য।

যদিও এর আগে পিঠানি সুশান্তের সম্ভাব্য মৃত্যুর কারণ কি হতে পারে তা জানেননা বলেছিলেন। তবে ১৩ই জুন সুশান্তের পার্টিতে যে কিছু বহিরাগতদের প্রবেশ হয়েছিল তা তিনি স্বীকার করেছিলেন পাঠানো। এখন সিবিআই এর মূল লক্ষ্য হল সুশান্তের বাড়িতে ১৩ই জুন পার্টির দিন ঠিক কি কি ঘটেছিল তা জানা।