• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

BSNL এর মাস্টারস্ট্রোক! Jio কে টক্কর দিতে লঞ্চ হল বিএসএনএল এর পোস্টপেড প্ল্যান-১৯৯

টেলিকম বাজারে প্রতিযোগিতা এখন চরমে পৌঁছেছে। বিশেষত বাজারে জিও আসার পর থেকেই সমস্ত টেলিকম কোম্পানিগুলি যেন যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। গ্রাহকদের আকর্ষণের জন্য একের পর এক সস্তার প্ল্যান বের করে চলেছে মোবাইল অপারেটরগুলি। এবার সরকারি টেলিকম BSNL দুর্দান্ত একটি প্ল্যানের ঘোষণা করল। প্রিপেড গ্রাহক টানার জন্য তো যুদ্ধ লেগেই রয়েছে, এবার পোস্টপেড সার্ভিস নিয়েও বড় ঘোষণা করল BSNL।

BSNL এর ইতিমধ্যেই ৯৯ টাকা থেকে শুরু করে ১২২৫ টাকা পর্যন্ত প্ল্যান ছিল। কিন্তু এখন সেই সমস্ত প্ল্যান বাতিল করে দিয়েছে বিএসএনএল। এবার থেকে পুরোনো পোস্টপেড প্ল্যানের বদলে নতুন দুর্দান্ত সব প্ল্যান নিয়ে হাজির হয়েছে বিএসএনএল। নতুন পোস্টপেড প্ল্যান শুরু মাত্র ১৯৯ টাকা থেকে। এটি ছাড়াও রয়েছে আরো দুটি প্ল্যান ৭৯৮ টাকা ও ৯৯৯ টাকার। BSNL এর এই পোস্টপেড প্লেনটি মূলত Jio এর পোস্টপেড ১৯৯ প্ল্যানের প্রতিদ্বন্ধী হতে চলেছে।

   

Jio এর পোস্টপেড প্ল্যান ১৯৯ থেকে শুরু হলেও, পোস্টপেড প্লাস প্ল্যানগুলি শুরু হয় ৩৯৯ টাকা থেকে। অন্যদিকে BSNL এর পোস্টপেড প্ল্যান ১৯৯ টাকা থেকে শুরু হলেও , এই প্ল্যান গুলিতে থাকছে ডেটা রোল ওভার থেকে শুরু করে ফ্যামিলি প্যাক অ্যাডের মত সুবিধা। আসুন দেখে নেওয়া যাক BSNL এর ১৯৯ প্লানের সুবিধা গুলি।

BSNL পোস্টপেড প্ল্যান ১৯৯

BSNL এর ১৯৯ পোস্টপেড প্ল্যানে। থাকছে আনলিমিটেড কলিং এর সাথে অন্যান্য নেটওয়ার্কে কল করার জন্য থাকবে ৩০০ মিনিট। সাথে থাকবে ৭৫ জিবি রোলওভার সহ ২৫ জিবি ডেটা পাওয়া যাবে। সাথে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস থাকবে।

BSNL পোস্টপেড প্ল্যান ৭৯৮

এই প্লানের ক্ষেত্রে ১৯৯ এর মতোই আনলিমিটেড কলিং এর সুবিধা থাকছে। সাথে ১০০ টি করে ফ্রীতে এসএমএস প্রতিদিন। সাথে ১৫০ জিবি রোলওভার সহ ৫০ জিবি ডেটা।

BSNL পোস্টপেড প্ল্যান ৯৯৯

এই প্লানের ক্ষেত্রে বাকি সমস্ত সুবিধা থাকছে ৭৯৮ এর প্লানের মত। ডেটা থাকবে ২২৫ জিবি রোলওভার সহ ৭৫ জিবি। সাথে প্রতিদিন ১০০ টি এসএমএস থাকবে।

তবে, প্রতিটি আনলিমিটেড প্লানের ক্ষেত্রে দৈনিক ২৫০টি কলের উর্ধসীমা থাকে। আর যারা পুরোনো প্ল্যানে চলছেন তাদের সেই প্ল্যান চলবে। চাইলে তারাও নতুন প্ল্যানে আপগ্রেড করতে পারেন।