• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিনের শুরুতে কম তেলে হেলদি ব্রেকফাস্ট! রইল পাউরুটির উপমা তৈরির সহজ রেসিপি

দিনের শুরুটুয়া যদি ভালো হয় তাহলে বলা যেতেই পারে যে দিনটা ভালো যাবে। বর্তমানে কর্মব্যস্ত জীবনে সবাই খুবই ব্যস্ত ঘুম থেকে উঠেই কাজ যাওয়ার তাড়া। সেই চক্করে শরীরের দিকে বা হেলদি খাবারের দিকে খুব একটা নজর দিতে পারেন না অনেকেই। আবার একই ধরণের জলখাবার খেতে খেতে একসময় অরুচিও এসে যায়। তবে চিন্তা নেই, আজ আপনাদের জন্য কম তেলে ঝটপট তৈরী হওয়ার মত একটি রান্না পাউরুটির উপমা তৈরির সহজ রেসিপি (Bread Upma Recipe) নিয়ে হাজির হয়েছি।

Bread Upma Recipe

   

পাউরুটির উপমা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণঃ

  • পাউরুটি
  • আলু
  • পেঁয়াজ কুচি,কাঁচা লঙ্কা কুচি,
  • টমেটো কুচি, গাজর কুচি (চাইলে ব্যবহার করতে পারেন)
  • কারিপাতা
  • টক দই
  • হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
  • কালো সর্ষে
  • শুকনো লঙ্কা
  • পরিমাণ মত নুন
  • রান্নার জন্য তেল

পাউরুটির উপমা তৈরির পদ্ধতিঃ

  • প্রথমে পাউরুটির স্লাইস নিয়ে সেতুলোর ধার গুলোকে কেটে নিতে হবে। (চাইলে নাও কাটতে পারেন) তারপর সেগুলো ছোট ছোট টুকরো মত করে কেটে নিতে হবে।

Breakfast Recipe,Upma Recipe,Break Upma Recipe,Healthy Breakfast Recipe,Less Oil Bread Upma Recipe,উপমা রেসিপি,পাউরুটির উপমা রেসিপি,পাউরুটির উপমা,সকালের জলখাবার,জলখাবারের রেসিপি,ব্রেকফাস্ট রেসিপি

  • এরপর গ্যাসে কড়া বসিয়ে তাতে পাউরুটির টুকরো গুলোকে ৩-৫ মিনিট নেড়েচেড়ে তুলে আলাদা করে নিতে হবে।

Bread Upma Recipe

  • এবার কড়ায় সামান্য তেল দিয়ে তাতে কালো সর্ষে, শুকনো লঙ্কা, দিয়ে ফোঁড়ন দিয়ে ৩০ সেকেন্ড মত নেড়েচেড়ে নিতে হবে।
  • ফোঁড়ন দেওয়ার পর কড়ায় পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারিপাতা, আলু, টমেটো ও গাজর কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।
  • ভাজার সময়েই পরিমাণ মত হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে দিতে হবে।

Breakfast Recipe,Upma Recipe,Break Upma Recipe,Healthy Breakfast Recipe,Less Oil Bread Upma Recipe,উপমা রেসিপি,পাউরুটির উপমা রেসিপি,পাউরুটির উপমা,সকালের জলখাবার,জলখাবারের রেসিপি,ব্রেকফাস্ট রেসিপি

  • এবার  এক কাপ মত টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে কড়ায় দিয়ে সবটা মিশিয়ে নিতে হবে। (তবে ফ্রিজ থেকে সদ্য বের করা ঠান্ডা দই মোটেই দেবেন না)

Bread Upma Recipe

  • দই দেওয়ার পর পাউরুটির টুকরো গুলোকেও কড়ায় দিয়ে সব কিছুর সাথে ভালো করে ৩-৫ মিনিট মিশিয়ে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরী হয়ে গেল পাউরুটির উপমা।