• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের ইতিহাসের সবচেয়ে জঘন্য সিনেমা Brahmastra! জেল থেকে ছাড়া পেয়েই পুরনো ফর্মে হাজির KRK

বলিউড (Bollywood) সমালোচক কেআরকে (KRK) মানেই যেন বিতর্কের সমার্থক। বিতর্কিত কিছু না কিছু টুইট করে সংবাদমাধ্যমের শিরোনামে চলেই আসেন তিনি। সম্প্রতি আবার ঋষি কাপুর এবং ইরফান খানকে নিয়ে করা কিছু পুরনো টুইটের জেরে জেলেও গিয়েছিলেন কেআরকে। তবে জেল থেকে বেরিয়েই ফের পুরনো ফর্মে হাজির হয়ে গিয়েছেন তিনি।

সম্প্রতি  যেমন রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত সুপারহিট ছবি ‘ব্রহ্মাস্ত্র’কে (Brahmastra) একহাত নিয়ে টুইট করেছেন কেআরকে। যা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। নেটিজেনদের মন্তব্য, জেল থেকে ছাড়া পেয়ে দু’দিনের জন্যেও চুপ করে থাকতে পারলেন না কেআরকে।

   

KRK

গত ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে করণ জোহর প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’। রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত এই সিনেমা পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। দর্শকদের তরফ থেকে ছবিটি এখন পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কিছু দর্শকদের ভালোলাগলেও, দর্শকদের একাংশের একেবারেই ভালোলাগেনি এই সিনেমা।

যদিও, ‘ব্রহ্মাস্ত্র’র দিক থেকে পজিটিভ দিক হল, দর্শকদের একাংশের ছবিটি ভালো না লাগলেও দর্শকরা কিন্তু এখনও ছবিটি দেখতে সিনেমা হলে যাচ্ছেন। ৪০০ কোটির বেশি বাজেটে নির্মিত এই সিনেমা এখনও পর্যন্ত ১৭০ কোটি টাকা কামিয়েছে।

Ranbir Alia in Brahmastra

যদিও কেআরকে’র বিচারে ‘ব্রহ্মাস্ত্র’ ‘বক্স অফিস ডিসাস্টার’ হয়েছে। কেআরকে টুইটারে লিখেছেন, ‘আমি ব্রহ্মাস্ত্র সিনেমার রিভিউ করিনি। কিন্তু তা সত্ত্বেও দর্শকরা এই ছবিটি থিয়েটারে দেখতে যাইনি। তাই এটি একেবারে জঘন্য সিনেমা হয়েছে। আশা করি, বলিউডের বাকি লোকেদের মতো করণ জোহর আমায় ছবির ব্যর্থতার জন্য আমার দোষারোপ করবেন না’।

জেল থেকে বেরনোর পর থেকেই একের পর এক বিস্ফোরক টুইট করছেন কেআর কে। কখনও তিনি  বলছেন, বদলা নেওয়ার কথা। আবার কখনও বদলা নিতে চান না বলে জানিয়েছেন। সম্প্রতি আবার যেমন কেআরকে জানিয়েছেন, তিনি শীঘ্রই একটি রাজনৈতিক দলে যোগদান করতে চলেছেন। তাঁর মতে, এই দেশে নিজেকে সুরক্ষিত রাখার জন্য যে কোনও রাজনৈতিক দলের অংশ হওয়া খুব জরুরি।