• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথম দেখাতেই প্রেম, ‘শ্রীদেবীর জন্য তাজ মহল তৈরিরও প্রস্তুত’! নিজেই জানিয়েছিলেন বনি কাপুর

বলিউডের (Bollywood) লাস্যময়ী অভিনেত্রীদের কথা উঠলেই প্রথমেই যার নাম উঠে আসবে তিনি হলেন শ্রীদেবী (Sridevi)।  তাঁর আরেকটি পরিচয় তিনি পরিচালক বনি কাপুরের (Boney Kapoor) স্ত্রী। অবশ্য, শ্রীদেবীর পরিচয় কেবল তিনি অভিনেত্রী শ্রীদেবী। তাঁকে অন্যভাবে পরিচয় না দিলেও চলে। নিজের অভিনয় আর রূপের জাদুতে তিনি সকল সিনেমা প্রেমীদের কাছেই আইকন।

পুরোনো এক সাক্ষাৎকারে বনি কাপুরের স্মৃতিচারণায় উঠে আসে প্রয়াত স্ত্রী শ্রীদেবী প্রসঙ্গ। বলিউডের পাওয়ার কাপল হিসেবে পরিচিত ছিলেন বনি-শ্রীদেবী। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি  শ্রীদেবীর মন ভোলানো সৌন্দর্যের প্রেমে পড়েছিলেন এবং নিজেকে শ্রীদেবীর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে কার্যত এক প্রকার ব্যর্থ হয়েছিলেন। অবশ্য শুধু বনি কাপুর নন নয়, শ্রীদেবীর রূপের মাধুর্য সবারই নজর আকর্ষণ করে নিত সেকথা সকলেরই জানা।

   

Sridevi

বনি কাপুর জানান, প্রথম দেখাতেই রীতিমতো শ্রীদেবীর প্রেমে হাবুডুবু খান তিনি। এমনকি তিনি নিজেই এই কথা জানান তাঁর প্রাক্তন স্ত্রীকে। পরে তিনি প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন শ্রীদেবীকে। প্রযোজক বনি কাপুর ও শ্রীদেবীর বিয়ে থেকে প্রেম সবই ইন্ডাস্ট্রির বহু চর্চিত গসিপ। জানা যায় তিনি নাকি শ্রীদেবীকে এতটাই চোখে হারাতেন যে, একটা মুহূর্তও সহধর্মীনিকে ছেড়ে থাকতেই পারতেন না।

Sridevi,Boney Kapoor,Bony Kapoor Sridevi Love Story,Bollywood Gossip,বনি কাপুর,শ্রীদেবী,বলিউড গসিপ,বনি কাপুর শ্রীদেবীর প্রেমকাহিনী,Celeb Love Stories

তিনি নিজেই জানান, শ্রী দেবীর জন্য তিনি তাজমহল তৈরি করতেও প্রস্তুত ছিলেন। ১৯৯৬ সালে বনি আর শ্রীদেবী সাত পাঁকে বাঁধা পড়েন। বিয়ের পর তাদের তাঁদের দুই কন্যা সন্তান হয় একজন জাহ্নবী আরেকজন খুশি। কিন্তু দুর্ভাগ্যবশত ২০১৮ সালের ১৪ ফেব্রুয়রি প্রয়াত হন শ্রীদেবী। দুবাইয়ের হোটেলে বাথটবে ডুবে অস্বাভাবিক মৃত্যু হয় অভিনেত্রীর।

Boney Kapoor Sridevi

পরিচালক জানান শ্রীদেবীর মৃত্যুতে তাঁর জীবনে এক অসম্ভব শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর মতে, ‘যে শূন্যতা তৈরি হয়েছে তার কোনও পরিপূরক নেই… শ্রীদেবী যে অবদান, যে স্মৃতি রেখে গেছেন তা আঁকড়েই আমরা বেঁচে আছি। ও সব সময়ই আমার স্মৃতিতে আছে…আমার সন্তানদের সঙ্গেও আছে। আমি আমার জীবনে তাঁকে হারানোর শূন্যতা প্রতি মুহূর্তে অনুভব করি, শুধু আমিই নয় আমাদের সন্তনেরাও। দুর্ভাগ্যবশত, ও খুব তাড়াতাড়ি দূরে সরে গেছে আমাদের থেকে যা আমাদের ধারণার বাইরে ছিল’।