• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রীদেবীর মাখনের মতো পিঠে সিঁদুরে লেখা স্বামীর নাম ! প্রয়াত স্ত্রীর অদেখা ছবি শেয়ার করলেন বনি কাপুর 

বলিউডে তার মতো সুন্দরীর জুড়ি মেলা ভার। কথা হচ্ছে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর (Sridevi) । আর সেই কারণেই মৃত্যুর পর আজও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি এক ফোঁটাও। দেশের গন্ডি ছাড়িয়ে গোটা বিশ্বে আজও তার অগণিত ভক্ত। আর ভক্তদের কাছে শ্রীদেবী এক এবং অদ্বিতীয়। বলিউডের প্রথম মহিলা সুপারস্টারও বলা হয় তাকে।

এক সময় সবথেকে বেশি পারিশ্রমিকের বিনিময়েই ছবিতে কাজ করতেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে নিজের বলিষ্ঠ অভিনয় দক্ষতা আর সৌন্দর্য দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। তাই আজ তিনি আমাদের মধ্যে না থাকলেও তিনি তার কাজের মধ্যে দিয়ে আজও ভক্তদের মনের মধ্যে বেঁচে আছেন তিনি।

   

তার মেয়ে জাহ্নবী এবং খুশি মাঝেমধ্যেই মায়ের ছবি শেয়ার করে স্মৃতিচারণা করেন। এমনকি চলচ্চিত্র নির্মাতা বনি কাপুরও প্রায়ই তার প্রয়াত স্ত্রী শ্রীদেবীর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর তার শেয়ার করা সমস্ত ছবি দেখলেই বোঝা যায় স্ত্রীকে ঠিক কতটা মিস করেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শ্রীদেবীর একটি অদেখা ছবি শেয়ার করেছেন বনি ,যা দেখে চোখ জুড়িয়েছে নেটনাগরিকদের।

ছবিটি কোনও এক বারের দূর্গা পুজোর সময় তোলা। সম্ভবত দশমীর দিন তোলা এই ছবিটি ,ছবিতে দেখা যাচ্ছে লাল পার সাদা শাড়িতে মাথা ভর্তি সিঁদুর ,আর স্লিভলেস ব্লাউজের ফাঁক দিয়ে বেরিয়ে আছে শ্রীদেবীর মাখনের মতো পিঠ ,আর সেই পিঠেই সিঁদুর দিয়ে লেখা তার স্বামী বনির নাম। ইনস্টাগ্রামে এই থ্রোব্যাক ছবিটি শেয়ার করে বনি কাপুর ক্যাপশন লিখেছেন, ‘এই ছবিটি ২০১২ সালের লক্ষ্ণৌতে দুর্গা পূজার সময় তোলা।’ এই অপূর্ব ছবি প্রকাশ্যে আসা মাত্রই নিমেষে ভাইরাল হয়ে যায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Boney.kapoor (@boney.kapoor)

প্রসঙ্গত , বনি কাপুর এবং শ্রীদেবীর বিয়ে হয় ১৯৯৬ সালে। তাদের দুই মেয়ে হলেন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর, যারা প্রায়ই ফটো এবং ভিডিওর কারণে ভক্তদের মধ্যে আলোচিত হন। শ্রীদেবী তার ভাগ্নে মোহিত মারওয়ার বিয়েতে যোগ দিতে ২০১৮ সালে দুবাই গিয়েছিলেন। সেখানেই হোটেল রুমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার আচমকা মৃত্যু হয়।