• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Vikram Gokhale Death : ভেন্টিলেশনেই শেষ বাঁচার লড়াই, প্রয়াত ‘ভুল ভুলাইয়া’ খ্যাত অভিনেতা বিক্রম গোখলে

প্রয়াত বলিউডের প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে (Vikram Gokhle)। আজ অর্থাৎ শনিবার দুপুরে পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালেই শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন অভিনেতা। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ঘরেই বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তবে পরিস্থিতি খারাপ দিকে যেতেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘদিন ভেন্টিলেশনে ছিলেন অভিনেতা, শেষমেশ আজ মৃত্যুর সাথে লড়াইয়ের কাছে হার মানলেন বিক্রম গোখলে।

যেমনটা জানা যাচ্ছে, বিগত ১৭ দিন আগেই শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পরেও অবস্থার অবনতি হতে থাকে। যার জেরে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু আর বাড়ি ফেরা হল না। প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গিয়েছে গোটা বলিপাড়া।

   

Vikram Gokhle is still alive his wife opens up about fake news

এর আগে বুধবার সকালে অভিনেতার অবস্থা অতন্ত্য সঙ্কটজনক বলে জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। এরপরেই তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পরে। কিন্তু সেসবই গুজব ছিল। শেষে অভিনেতার কন্যা নিজেই টুইট করে জানান বাবা ভেন্টিলেশনে আছেন। মাঝে বৃহস্পতিবার একইরকম থাকলেও গতকাল অর্থাৎ শুক্রবার নাকি অবস্থার অবনতি হয়। এরপর ভেন্টিলেশনের মাত্রাও সর্বোচ্চ করা হয়েছিল। তবে শেষ রক্ষা আর হল না।

সংবাদ মাধ্যম সংস্থা এএনআই এর তরফ থেকে অভিনেতার মৃত্যুর খবর শেয়ার করা হয়েছে। সাথে জানানো হয়েছে তাঁর মৃতদেহ পুনের বালগঙ্গাধর রঙ্গমঞ্চে রাখা হবে। এরপর তদেহকে শেষ কৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে পুণের বৈকুণ্ঠ শ্মশানে। অভিনেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করে তাঁর আত্মার চিরশান্তি কামনা করেছেন অনুরাগীরা।

বিক্রম গোখলে,Vikram Gokhale,Bollywood Death News,Vikram Gokhale Passes Away,Veteran Bollywood Actor Passes Away,Vikram Gokhale Death

অভিনেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন অক্ষয় কুমার। টুইট করে শোকবার্তা দিয়ে অভিনেতা লিখেছেন, ‘বিক্রম গোখলে জির মৃত্যুর খবরে খুবই দুঃখিত। ভুল ভুলাইয়া, মিশন মঙ্গল-এর মতো ছবিতে তাঁর সঙ্গে কাজ করায় তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। ওম শান্তি’।

প্রসঙ্গত, আজ থেকে চার দশক আগে ১৯৭৬ সালে মাত্র ২৬ বছর বয়সে অভিনয়ের জগতে আসেন অভিনেতা। প্রথম ছবিতেই অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেন তিনি। ছবির নাম ছিল ‘পরওয়ানা’। ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ঐশ্বর্য রাইয়ের বাবার চরিত্রে অভিনয় করে নজর করেছিলেন তিনি। এছাড়াও  ভুল ভুলাইয়া, দে দনা দন, হিচকি, নিকম্মা, মিশন মঙ্গল এর মত ছবিতে দেখা গিয়েছিল অভিনেতাকে।