• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাটিতে মিশেছিল অহংকার! শাহরুখ থেকে আমির ছবি ফ্লপ হওয়ায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এই ৬ তারকা

বলিউড সুপারস্টারদের এমন অনেক ছবি আছে, যেগুলি বক্স অফিসে ঝড় তোলে। কয়েকশো কোটি টাকার ব্যবসা করে সেই ছবিগুলি। আবার এমনও অনেক ছবি রয়েছে, যেগুলি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়। যা দেখে কেবলই দর্শকদের সময় নষ্ট হয়। সেই সঙ্গেই বক্স অফিসেও চরম ফ্লপ হয় সেই সিনেমাগুলি (Flop movies)। আর ঠিক সেই কারণেই, দর্শকদের কাছ থেকে অতীতে ক্ষমা (Apologized) চেয়ে নিয়েছেন বহু বলি তারকা (Bollywood stars)। আজকের প্রতিবেদনে এমনই ৬ তারকার পরিচয় দেওয়া হল।

শাহরুখ খান (Shah Rukh Khan)- এই তালিকার সবার ওপরেই নাম রয়েছে বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের। ‘কিং খান’ তাঁর ফ্লপ ছবি ‘জব হ্যারি মেট সেজল’এর জন্য দর্শকদের থেকে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। অনুরাগীদের মাথা নত করে দেওয়ার জন্য ক্ষমা চেয়েছিলেন তিনি। শাহরুখ-অনুষ্কা শর্মা অভিনীত সেই ছবি বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল।

   

SRK apologized for Jab harry met sejal

আমির খান (Aamir Khan)- শুধুমাত্র শাহরুখই নন, এই তালিকায় নাম রয়েছে ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানেরও। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘থাগস অফ হিন্দোস্তান’ সিনেমার জন্য ক্ষমা চেয়েছিলেন তিনি। সেই বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি সেটি। তা সত্ত্বেও বক্স অফিসে চরম ব্যর্থ হয় মাস্টি স্টারার এই সিনেমা। সেই কারণে এই ছবির ব্যর্থতার যাবতীয় দায় নিজের কাঁধে তুলে নিয়ে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছিলেন আমির। সঙ্গে এও বলেছিলেন, দর্শকদের রাগ বের করার সম্পূর্ণ অধিকার রয়েছে।

Aamir Khan apologized for Thugs of hindostan

কবীর খান (Kabir Khan)- ‘বজরঙ্গী ভাইজান’, ‘এক থা টাইগার’এর মতো বহু সুপারহিট সিনেমা পরিচালনা করেছেন কবীর খান। কিন্তু যখন তাঁর পরিচালিত ছবি ‘টিউবলাইট’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, তখন নাকি বেশ কষ্ট পেয়েছিলেন তিনি। পাশাপাশি শোনা যায়, সলমন খান অভিনীত এই ছবি বক্স অফিসে চরম ব্যর্থ হওয়ার পর দর্শকদের থেকে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন এই জনপ্রিয় বলি পরিচালক।

Kabir Khan apologized for tubelight

অনুরাগ বসু (Anurag Basu)- অনুরাগ পরিচালিত ‘জগ্গা জাসুস’ ছবিটির রিলিজ ডেট বহুবার নানান কারণে পিছিয়ে গিয়েছিল। তবে যখন সব ধাক্কা কাটিয়ে ছবিটি মুক্তি পায়, একেবারে চরম ফ্লপ হয়েছিল। এরপর পরিচালক নিজে ছবির ব্যর্থতার সমস্ত দায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সঙ্গে এও জানিয়েছিলেন, শিশুদের কথা মাথায় রেখেই এই ছবিটি বানিয়েছিলেন তিনি।

Anurag basu apologized for jagga jasoos

মুস্তাফা (Mustafa Burmawala)- ‘মেশিন’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন বলিউডের নামী পরিচালক আব্বাস বার্মাওয়ালার ছেলে মুস্তাফা বার্মাওয়ালা। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন কিয়ারা আডবানী। তবে বক্স অফিসে একবারে মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি। এরপর মুস্তাফা দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেন। সঙ্গেই বলেন, সাফল্য এবং ব্যর্থতা সিনেমার অংশ।

Mustafa burmawala apologized for machine

করণ মলহোত্রা (Karan Malhotra)- এই তালিকার নবতম সংযোজন হলেন করণ মলহোত্রা। সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুর, সঞ্জয় দত্ত এবং বানী কাপুর অভিনীত ‘শামশেরা’। এই বিগ বাজেট ছবিটির পরিচালনা করেছেন করণ।

Karan malhotra apologized for shamshera

তবে বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। এরপর দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন ছবির পরিচালক