• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আজগুবি গল্প নয়, সত্য ঘটনা অবলম্বনে তৈরী, ‘উরি’ থেকে ‘বেল বটম’ সুপারহিট হয়েছে এই ৮টি সিনেমা

যে কোনও ঘটনাকে দর্শকের সামনে তুলে ধরার সবচেয়ে ভালো উপায় হল সিনেমা, একথা নিয়ে কোনও দ্বিমত নেই। বলিউডেও (Bollywood) এমন প্রচুর সিনেমা রয়েছে, যা আসলে সত্যি ঘটনার (Movies on Real events) ওপর নির্ভর করে তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই ছবিগুলি বক্স অফিসেও সুপারহিট। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এমনই সেরা ৮টি বলিউড সিনেমার নাম আজ একটু জেনে নেওয়া যাক।

উরিঃ দ্য সার্জিক্যাল স্ট্রাইক (Uri: The Surgical Strike) – আদিত্য ধর পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন ভিকি কৌশল, পরেশ রাওয়াল, ইয়ামি গৌতম ধর, মোহিত রায়নার মতো শিল্পীরা। বক্স অফিসে সুপারহিট এই ছবিটি ২০১৬ উরি হামলার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

   

Uri the surgical strike

বাটলা হাউস (Batla House)- জন আব্রাহাম অভিনীত এই অ্যাকশন-থ্রিলার জঁরের ছবিটি পরিচালনা করেছিলেন নিখিল আডবানী। ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর হওয়া ‘অপারেশন বাটলা হাউস’এর ওপর ভিত্তি করে এই ছবিটি তৈরি করা হয়েছিল। ছবিতে দেখানো হয়েছিল, এনকাউন্টারের ঘটনায় যে পুলিশ অফিসার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাঁকে কীভাবে জনরোষের মুখে পড়তে হয়েছিল।

Batla House

কেশরী (Kesari)- অনুরাগ সিং পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার এবং পরিনীতি চোপড়া। ছবির ‘তেরি মিট্টি’ গানটি এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। ১৮৯৭ সালের কাহিনী দেখানো হয়েছিল ‘কেশরী’ ছবিতে। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ৩৬তম শিখ রেজিমেন্টের ২১জন সেনা এবং আফ্রিদি ও পাশতুন উপজাতিগোষ্ঠীর ১০০০০ সদস্যের মধ্যে হওয়া ৬ ঘণ্টার লড়াই, যা সারাগারহির যুদ্ধ নামেও পরিচিত, সেটি দেখানো হয়েছিল।

Kesari

মিশন মঙ্গল (Mission Mangal)- জগন শক্তি পরিচালিত এই ছবিটি একটি মাল্টিস্টারার ছবি। অক্ষয় কুমার, বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, নিত্যা মেনন, কীর্তি কুলহারি, শরমন জোশী-সহ বহু নামকরা অভিনেতা-অভিনেত্রী এই ছবিতে কাজ করেছেন। ভারতের প্রথম মঙ্গলযান পাঠানোর সঙ্গে ISRO’এর যে বিজ্ঞানীরা জড়িত ছিলেন, তাঁদের ওপর ভিত্তি করে সিনেমাটি বানানো হয়েছে।

Mission Mangal

নীরজা (Neerja)- সোনম কাপুর অভিনীত এই ছবিটির পরিচালনা করেছিলেন রাম মাধবানী। ১৯৮৬ সালে করাচিতে আবু নিদাল সংস্থার কয়েকজন আতঙ্কবাদীর দ্বারা প্যান এএম ফ্লাইট ৭৩ হাইজ্যাক করার ঘটনাটি এই সিনেমার ফুটিয়ে তোলা হয়েছিল।

Neerja

তলভার (Talvar)- মেঘনা গুলজার পরিচালিত অন্যতম সেরা এই ছবিতে অভিনয় করেছিলেন ইরফান খান, কঙ্কনা সেন শর্মা এবং নীরজ কবি। ২০০৮ সালে নয়ডায় একই বাড়িতে খুন হয়েছিলেন সেই বাড়ির কন্যা এবং কাজের লোক। সেই জোড়া হত্যা মামলার ওপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছিল।

Talvar

বেল বটম (Bell Bottom)- অক্ষয় কুমার এবং লারা দত্ত ভূপতি অভিনীত এই অ্যাকশন থ্রিলার ছবিটি রঞ্জিত এম তিওয়ারি পরিচালনা করেছিলেন। সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে, এক আন্ডারকভার এজেন্টের গল্প দেখানো হয়েছিল। কীভাবে সে হাইজ্যাক হওয়া ২১০জন ব্যক্তিকে উদ্ধার করেছিলেন, সেই গল্প দেখানো হয়েছিল ছবিতে।

Bell Bottom

গাজি অ্যাটাক (Ghazi Attack)- সংকল্প রেড্ডি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন রানা ডগ্গুবাতি, তাপসী পান্নু, কে কে মেনন, অতুল কুলকার্নি। ১৯৭১ সালে হওয়া ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পিএনএস গাজি কীভাবে রহস্যজনকভাবে গায়েব হয়ে গিয়েছিল তা এই ছবিতে দেখানো হয়েছিল।

The Ghazi attack