• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আরামের চাকরি নয়, অভিনয়কেই পেশা করেছেন রণবীর থেকে পরিণীতি এই ৬ বলি তারকা

বলিউড মানেই ঝাঁচকচকে গ্লামার ওলার্ড। চাকচিক্যপূর্ণ এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে এসে হকচকিয়ে যায় অনেকেই। লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় নাম যশ খ্যাতির আমোঘ আকর্ষণ উপেক্ষা করার ক্ষমতা নেই কারও। এমন আলো ঝমলমলে দুনিয়ায় আসতেই চোখ ধাঁধিয়ে যায় অনেকের!এসবের জেরে ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্ক অনেকেই নানারকম ধারণা পোষণ করে থাকেন।

বিশেষ করে এই পেশার অনিশ্চয়তা বেশী করে ভাবায় সকলকে। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে এমন বেশ কিছু অভিনেতা, অভিনেত্রী রয়েছেন যারা নিশ্চিত এবং আরামদায়ক চাকরি জীবন ছেড়ে স্বেচ্ছায় এসেছেন অভিনয় জীবনে। আজ বংট্রেন্ডের পাতায় থাকলো বলিউডের এমনই ৬ জন অভিনেতা, অভিনেত্রীদের তালিকা যারা নিজেদের চাকরি জীবন ছেড়ে স্বেচ্ছায় অভিনয় জগতে এসেছেন।

   

১)পরিণীতি চোপড়া (Parineeti Chopra) 

 

Parineeti Chopra পরিণীতি চোপড়া

পড়াশোনার প্রতি বলিউড অভিনেত্রী পরিণীতা চোপড়ার ভালোবাসর কথা কমবেশি সকলেই জানেন।তাই ছোটো থেকেই পড়াশোনা নিয়ে ভীষণ আগ্রহ ছিল অভিনেত্রীর। একসময় উচ্চশিক্ষা লাভের জন্য লন্ডনে পড়াশোনা করতেও গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে তিনি অর্থনীতি এবং ফিনান্স নিয়ে পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে তিনি যশ রাজ স্টুডিওতে জনসংযোগ পরামর্শদাতা হিসাবে কাজ করতেন। তবে পরে তিনি নিজেই নিশ্চিত চাকরি ছেড়ে অভিনয়ে আসেন।

২) ভিকি কৌশল (Vicky Kaushal) 

Vicky Kaushal

বলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা হলেন ভিকি কৌশল।অভিনয় ছাড়াও পড়াশোনার ক্ষেত্রেও অত্যন্ত মেধাবী ছিলেন অভিনেতা। জানা যায় ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনে স্নাতক পাশ করে একাধিক ওয়ার্ক শপে কাজ করেছেন অভিনেতা। পরবর্তীতে মাসান সিনেমার হাত ধরে বলিউডে অভিষেক হয় ভিকি কৌশলের ।

৩) রণবীর সিংও (Ranveer Singh)

Ranveer Singh এই তালিকায় রয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিংও। যদিও রণবীর একাধিকবার জানিয়েছেন ছোটো থেকে বরাবরই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই অভিনয়ের পেশায় আসার আগে রণবীর মুম্বাইয়ের এইচআর কলেজ থেকে কমার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর একটি কোম্পানিতে কপিরাইটিংয়ের চাকরি করতেন। পরবর্তীতে আনুষ্কা শর্মার বিপরীতে “ব্যান্ড বাজা বারাত” ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয় অভিনেতার।

 ৪) জন আব্রাহাম (John Abraham) 

John Abraham deletes All instagram post including profile picture

বলিউডের অ্যাকশন হিরো জন আব্রাহাম। জানা যায় অভিনয়ে আসার আগে অর্থনীতি নিয়ে গ্রাজুয়েশন করার পাশাপাশি ম্যানেজমেন্ট সায়েন্স নিয়ে মাস্টার্স করেছেন জন।শুধু তাই নয় সিনেমায় আসার আগে মডেলিংয়ের পাশাপাশি জন একটি নামী সংস্থার মিডিয়া প্ল্যানারও ছিলেন।

৫) রণদীপ হুডা (Randip Hooda)

রণদীপ হুডা Randeep Hooda
রণদীপ হুডারও পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ভীষণ ভালো।একসময় তিনি মেলবোর্ন থেকে বিজনেস স্টাডিজে স্নাতক এবং স্নাতকোত্তর করেন। কিন্তু পরবর্তীতে সব কিছু ছেড়ে অভিনয়ের প্রতি আগ্রহ নিয়ে ভারতে ফিরে আসেন।

৬) সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)

Sonakshi Sinha
বলিউড অভিনেত্রীদের মধ্যে বরাবরই প্রশংসিত হয়ে থাকে সোনাক্ষী সিনহার ড্রেসিং সেন্স। অভিনয়ে আসার আগে ডিজাইনিং নিয়ে স্নাতক হয়েছেন। পরবর্তীতে ল্যাকমে ফ্যাশন উইকে র‌্যাম্প ওয়াকও করেন। পরবর্তীতে সালমান খানের হাত ধরে দাবাং ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় অভিনেত্রীর।