• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মেই হাসপাতালে বদলে গিয়েছিলেন রানি মুখার্জি, মায়ের জন্যই ফিরে পান নিজের পরিবার

বলিউড অভিনেত্রী রানি মুখার্জিকে(Rani Mukherjee), কে না চেনেন! তাই দর্শকদের কাছে বিটাউনের প্রথম সারির এই অভিনেত্রীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। নিজের দীর্ঘ অভিনয় জীবনে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে বেশ পাকাপাকি ভাবেই জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। তবে বলিউড আজকের এই রানি মুখার্জিকে পেতই না, যদি না, সদ্যোজাত অবস্থায় তার মা তাকে, উদ্ধার করে, না নিয়ে আসতেন।

১৯৭৮ সালের ২১ মার্চ। আজ থেকে ৪৪ বছর আগের কথা। জন্মেই এক পাঞ্জাবি পরিবারের সদ্যোজাত কন্যা সন্তানের সাথে বদলে গিয়েছিলেন প্রযোজক-পরিচালক রাম মুখোপাধ্যায় এবং কৃষ্ণা মুখোপাধ্যায়ের (Krishna Mukherjee) একরত্তি মেয়ে তথা আজকের বলিউড অভিনেত্রী (Bollywood Actress) রানি মুখার্জি। এক পুরনো সাক্ষাৎকারে একথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী।

   

Rani Mukherjee,রানি মুখার্জি,Krishna Mukherjee,কৃষ্ণা মুখার্জি,Bollywood Actress,বলিউড অভিনেত্রী,New Born,সদ্যোজাত,Punjabi Child,পাঞ্জাবি শিশু,Exchange,অদল বদল

রানির কথায় জন্মের পরেই হাসপাতালে থাকাকালীন কোনও এক হাসপাতাল কর্মীর হাত ধরে পঞ্জাবি পরিবারের শিশুর (Punjabi Child) সঙ্গে বদলে গিয়েছিলেন তিনি। কিন্তু তখনই ওই একরত্তিকে দেখে রানির মা কৃষ্ণা বুঝতে পারেন ওই শিশু তার নয়। কারণ হিসাবে তিনি বলেন ওই শিশুটির চোখের মণির রং বাদামি। এরপরেই হাসপাতালে ব্যাপক শোরগোল পড়ে যায়। সবাই মিলে খুঁজতে শুরু করে দেন ওই শিশুকে।

Rani Mukherjee,রানি মুখার্জি,Krishna Mukherjee,কৃষ্ণা মুখার্জি,Bollywood Actress,বলিউড অভিনেত্রী,New Born,সদ্যোজাত,Punjabi Child,পাঞ্জাবি শিশু,Exchange,অদল বদল
অন্যদিকে নিজের সন্তানকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে ওঠেন রানির মা। শেষপর্যন্ত বিছানা থেকে নেমে তিনিই খুঁজতে শুরু করেন মেয়েকে। অবশেষে হাসপাতালের এক পঞ্জাবি দম্পতির কোলে নিজের মেয়েকে খুঁজে পেয়ে হাঁফ ছেড়ে বাঁচেন রানির মা। এই নিয়ে এখনও নাকি রানিকে তার বাড়ির লোকজন ক্ষ্যাপায়। হাসতে রানি বলেন ‘আজও আমাকে বলা হয় আমি নাকি আদতে পঞ্জাবি। ভুল করে তোমাকে আমরা বাঙালি ঘরে নিয়ে এসেছি।’

Rani Mukherjee,রানি মুখার্জি,Krishna Mukherjee,কৃষ্ণা মুখার্জি,Bollywood Actress,বলিউড অভিনেত্রী,New Born,সদ্যোজাত,Punjabi Child,পাঞ্জাবি শিশু,Exchange,অদল বদল
যদিও শুধু জন্মের পরেই নয় রানির জীবনে পঞ্জাবির যোগসূত্র চিরকালের। একবার নাকি রানি পাঞ্জাবি পরিবারেই বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর পরবর্তী কালে তার বিয়েও হয় পাঞ্জাবি পরিবারে। ২০১৪ সালে বলিউডের বিখ্যাত প্রযোজক, পরিচালক যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়ার (Aditya Chopra) সঙ্গে ইতালিতে গোপনে বিয়ে সেরেছিলেন রানি মুখার্জি। বর্তমানে বাঙালি এবং পাঞ্জাবি উভয় সংস্কৃতিতেই বেড়ে উঠছেন তাদের মেয়ে আদিরা।