• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শারীরিক সম্পর্কে মজা না আসলে বিয়ে টেকে না! নাতনিকে যৌন জীবন নিয়ে পরামর্শ দিলেন জয়া বচ্চন

বলিউডের (Bollywood) বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan) এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের মনের কথা প্রকাশ্যে বলতে একেবারেই ভয় পান না। কিছুদিন আগে যেমন সাংবাদিকদের ‘অপছন্দ’ হওয়ার কারণ নিয়ে মুখ খুলেছিলেন অমিতাভ ঘরণী। এবার আবার একটি সম্পর্কে শারীরিক সঙ্গমের গুরুত্ব নিয়ে মুখ খুলেছেন তিনি।

৭৪ বছর বয়সী জয়া নাতনি নভ্যা নভেলি নন্দার পডকাস্টে গিয়ে এই বিষয়ে খুল্লমখুল্লা আলোচনা করেছেন। বর্ষীয়ান অভিনেত্রী জানিয়েছেন, তাঁর মতে একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের চাবিকাঠিই হল ভালো শারীরিক সম্পর্ক। অমিতাভ ঘরণী বলেন, আমার মুখ থেকে শুনে অনেকের হয়তো খারাপ লাগতে পারে। তবে শারীরিক দিক থেকে মিল হওয়া খুব জরুরি’।

   

Amitabh Bachchan and Jaya Bachchan

শুধু এটুকুই নয়, জয়া এরপর আফসোস করে বলেন তাঁদের সময়ে শারীরিকভাবে ‘পরীক্ষানিরীক্ষা’ করার তেমন সুযোগ ছিল না। বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, ‘আমাদের সময়ে আমরা পরীক্ষানিরীক্ষা করতে পারিনি। কিন্তু এখনকার প্রজন্ম করে এবং কেন করবে না? কারণ একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য এটিও জরুরি’।

জয়ার মতে, শারীরিক সুখ না থাকলে একটি সম্পর্ক বেশিদিন টেকে না। ‘বিগ বি’র স্ত্রী বলেন, ‘শারীরিক সম্পর্ক না থাকলে সম্পর্ক বেশিদিন টেকে না। শুধুমাত্র ভালোবাসা, নতুন হাওয়া এবং মানিয়ে গুছিয়ে থাকলেই সম্পর্ক কাজ করে না’।

Amitabh Bachchan and Jaya Bachchan romance

বর্ষীয়ান এই বলিউড অভিনেত্রী বলেন, এখনকার প্রজন্মের অনেকেই শারীরিক সম্পর্কে লিপ্ত হলেও লজ্জা বোধ করেন। জয়ার মতে, এমনটা হওয়া উচিত নয়। পরিবারের সঙ্গে এই বিষয়ে কথা না বলাটা খুব স্বাভাবিক হলেও, বিষয়টি নিয়ে লজ্জা পাওয়া একেবারেই উচিত নয়। একই সুর শোনা যায় অমিতাভ কন্যা শ্বেতার গলাতেও। তিনি বলেন, ‘মেয়েদের নিয়ন্ত্রণ করার জন্য এটা করা হয়। নিজেদের শরীর নিয়ে মেয়েরা বেশি কিছু বলতে পারে না। সব সিদ্ধান্ত পুরুষেরাই নেন’।

শ্বেতার মুখ থেকে একথা শোনা মাত্রই জয়া বলে ওঠেন, ‘ভয়ঙ্কর’। নভ্যা পডকাস্টে জয়া এত বলেন, সমাজের নির্ধারিত যে নিয়ম আছে মেয়েরা বিয়ের আগে সন্তান ধারণ করতে পারবে না, এই নিয়মের সঙ্গেও তিনি একেবারেই সহমত পোষণ করেন না।