• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুড়ো বয়সেও সুপার ফিট! জিমভক্তদের লজ্জায় ফেলে দিতে পারে ৭০ ছুঁতে চলা অনুপম খেরের ছবি

বলিউডের অন্যতম দক্ষ অভিনেতা হলেন অনুপম খের (Anupam Kher)। জানা যায় দীর্ঘ অভিনয় জীবনে তিনি মোট ৫০০ টি সিনেমায় অভিনয় করেছেন। দিনের পর দিন তার অভিনয় গুণে মুগ্ধ গোটা দেশ। ১৯৫৫ সালের আজকের দিনে অর্থাৎ ৭ই মার্চ সিমলায় জন্মগ্রহণ করেছিলেন অভিনেতা। আজ ৬৭ বছরে পা দিয়েছেন অভিনেতা। গতকাল মাঝরাত থেকেই অভিনেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা।

জন্মদিনের শুরুতেই নিজের সুঠাম চেহারার দুটি ছবি দিয়ে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন অনুপম খের। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছিলেন অভিনেতা। যা দেখে একথা স্পষ্ট বয়স প্রায় ৭০ ছুঁই ছুঁই হলেও আজও অভিনেতার মনের মতোই বয়স বাড়েনি শরীরেরও। তাই জন্মদিনেই সকলের সাথে নিজের ফিটনেস সিক্রেট শেয়ার করলেন ফিটনেস ফ্রিক অভিনেতা অনুপম খের।

   

অনুপম খের Anupam Kher

এমনিতে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন তিনি। অনুরাগীদের সাথে নিজের জীবনের নানা ভালো মন্দ বিষয় ভাগ করে নেন তিনি। আর এদিন দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেই নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লিখেছিলেন, ‘নিজেকে শুভ জন্মদিন। আজ আমি ৬৭তম বছর শুরু করতে যাচ্ছি। নিজেকে নতুন ভাবে উপস্থাপন করার জন্য খুব উচ্ছ্বসিত এবং অনুপ্রাণিত। ছবিগুলো বিগত কয়েক বছর ধরে চলছে।’

অনুপম খের,Anupam Kher,জন্মদিন,Birthday,ইমোশনাল পোস্ট,Emotional Post,বলিউড,Bollywood
সেইসাথে অভিনেতার আরও সংযোজন ‘ ৩৭ বছর আগে পর্দায় এক তরুণ অভিনেতার সঙ্গে দেখা হয়েছিল আপনাদের। ক্যারিয়ার জুড়ে নিজেকে অভিনেতা হিসেবে মেলে ধরতে চেয়েছি। সবসময় একটি স্বপ্ন দেখতাম যা আমি বাস্তবে পরিণত করতে চাই। শরীরচর্চাকে গুরুত্বসহকারে নিতে চেয়েছিলাম। কাজের পাশাপাশি নিজের ফিটনেের উপরও ধ্যান দিয়েছি আমি। এই যাত্রাটি আপনাদের সঙ্গেও ভাগ করে নিতে চাই। শীঘ্রই আরও পরিবর্তন আশা করছি। আমার জন্য শুভ কামনা করুন। এইটা ২০২২। জয় হো!’

অনুপম খের,Anupam Kher,জন্মদিন,Birthday,ইমোশনাল পোস্ট,Emotional Post,বলিউড,Bollywood

জানা যায় মাত্র নবম শ্রেণী থেকেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল অভিনেতার। ১৯৭৮ সালে নয়াদিল্লির ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’ থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন অনুপম খের। এরপর তিনি অভিনয় শিখে পকেটে মাত্র ৩৭ টাকা কাজের আশায় মুম্বাই চলে আসেন। সেসময় দিনের পর দিন কখনও সমুদ্র সৈকতে,তো কখনও রেলস্টেশনে রাত কাটিয়েছেন অনুপম। পরিচালক মহেশ ভাটের হাত ধরে১৯৮৪ সালে “সরনারহ” ছবি দিয়েই বলিউডে প্রথম হাতেখড়ি হয়েছিল তার।