• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লোককে দেখিয়ে সেলিব্রেশন চাই না! আজও ঘরোয়া জন্মদিনই পছন্দ পর্দার খলনায়ক বিপ্লব চ্যাটার্জীর

বাংলা সিনেমা জগতের জনপ্রিয় খলনায়ক তথা বর্ষীয়ান অভিনেতা হলেন বিপ্লব চট্টোপাধ্যায়ের (Biplab Chatterjee)। বহুদিন ক্যামেরার আড়ালে থাকার পর ইদানিং মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসেন এই  বর্ষীয়ান অভিনেতা।স্টার জলসা জনপ্রিয় সিরিয়াল ‘মহাপীঠ  তারাপীঠ’-এর  হাত ধরেই গত বছরের শেষে দীর্ঘদিন পর ছোট পর্দার মধ্যে দিয়ে অভিনয় জগতে কামব্যাক করেছিলেন এ বর্ষীয়ান অভিনেতা।

সেই থেকে ইদানিং কালে মাঝেমধ্যেই শিরোনামে দেখা যায় বাংলা সিনেমার এককালের এই জনপ্রিয় ভিলেনকে (Vilain)। কখনও জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলিকে ‘গুলি করে মেরে দেওয়া’র মতো আলপটকা মন্তব্য তো কখনও সহ অভিনেতার মৃত্যুতে বিস্ফোরক মন্তব্য করা,সবেতেই অন্যায় দেখলেই গর্জে ওঠেন বিপ্লব। আজ এই বর্ষিয়ান অভিনেতার ৭৪ তম জন্মদিন (Birthday)।

   

বিপ্লব চট্টোপাধ্যায়,Biplab Chatterjee,Tollywood,টলিউড,ভিলেন,Vilain,Birthday,জম্মদিন

আজকের দিনে ইন্ডাস্ট্রি সম্পর্কে আনন্দবাজারের কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে বিরক্তি প্রকাশ করে অভিনেতা বলেছেন আজকালকার দিনের অভিনেতা অভিনেত্রীরা লোক দেখানো জন্মদিন পালন করে থাকেন। তবে এই বিষয়টি তার নিজের ভালো লাগে না। বিপ্লব জানিয়েছেন তিনি নিজে কোনও চ্যানেলকে ডেকে কখনও বার্থডে সেলিব্রেট করবেন না।  কারণ তিনি মনে করেন তার লোক দেখানো কিচ্ছু নেই।

অভিনেতার কথায় এখনকার দিনে কেউ আলপনা দিলেও তা মিডিয়া ডেকে দেখানো হয়। কিন্তু একটা সময় যখন তাঁর জীবনে সোনালী দিন ছিল তখনও কোনদিন তিনি ওভাবে জন্মদিন পালন করেননি। ছোটবেলা থেকেই  খুব কাছের বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনদের নিয়েই অত্যন্ত ঘরোয়া ভাবেই জন্মদিন পালন করে আসছেন তিনি।

বিপ্লব চট্টোপাধ্যায়,Biplab Chatterjee,Tollywood,টলিউড,ভিলেন,Vilain,Birthday,জম্মদিন

অভিনেতার কাছ থেকেই জানা গেল তার জন্মদিনের মেনুতে রয়েছে প্রিয় কড়াইয়ের ডাল আর আলু পোস্ত। সাথে হয়তো তার স্ত্রী মাংস রান্না করছেন। সেই সাথে তিনি জানিয়েছেন ইন্ডাস্ট্রি থেকে আগেও কোনদিন তিনি জন্মদিনের শুভেচ্ছা পাননি আর এখন তো তিনি সেই আশাও করেন না। সেই সাথে একে একে সোনালী দিনের মানুষরা যেভাবে চলে যাচ্ছেন তা নিয়েও হতাশার সুর অভিনেতার গলায়। এপ্রসঙ্গে অভিনেতা বলেছেন ‘এক এক সময়ে মনে হয়, আমারই বা আর বেঁচে থেকে লাভ কী?’ সেইসাথে অভিনেতার সংযোজন  বেঁচে থাকার অর্থ  বসে বসে সমাজ, রাজনীতি, চেতনা, শিল্প-সংস্কৃতি— সব কিছুর অবক্ষয় দেখা। এর চেয়ে বিদায় নেওয়া ভাল।