• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড় খবর: গুরুতর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

২০২০ একেবারেই ভালো যাচ্ছে না। বছরের শেষে এসেও একেরপর এক দুঃসংবাদে কার্যত হাঁপিয়ে উঠেছে মানুষ। এরমধ্যেই ফের খারাপ খবর। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (buddhadeb Bhatacharjee)। তীব্র শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। তাঁর শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে।

গত বেশ কয়েকবছর যাবতই শরীর ভালো যাচ্ছিল না বাম নেতার। দীর্ঘদিন পার্টির সমস্ত কাজকর্ম থেকে ছুটি নিয়ে নিজের বাড়িতেই একান্ত নির্বাসনে ছিলেন তিনি। হঠাৎই বুধবার সকাল থেকে তাঁর শারিরীক অবস্থার অবনতি দেখা দেয়। এরপরই তাকে তরিঘরি হাসপাতালে ভরতি করা হয়। তার শরীরে অক্সিজেনের মাত্রা ৭০এর নীচে নেমে গিয়েছে। চলছে চিকিৎসা।

   

একসময়ের দাপুটে এই নেতা কার্যত গৃহবন্দী বেশ কয়েক বছর। কমে এসেছে চোখের দৃষ্টি। ঘিরে ফেলেছে বার্ধক্য। ২০১৯ সালেও একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সিপিএম নেতাকে। কিন্তু একটু সুস্থ হতেই তিনি বাড়ি ফিরে এসেছিলেন। সিপিএম পার্টির তরফে ইতিমধ্যেই তার চিকিৎসার শুরু করা হয়েছে৷ তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কোনওদিনই বেশিদিন হাসপতালে থাকতে চান না বুদ্ধবাবু। কারণ, তাঁর জন্য দলের বেশি টাকা খরচ হোক তা তিনি চান না। একসময় তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি বেশিদিন হাসপাতালে থাকলে বাকি রোগীদের সমস্যা হতে পারে। এটা তিনি মেনে নিতে পারেন না।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তার আরোগ্য কামনায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই খবর হাসপাতাল সূত্রে৷